নিজের পছন্দের জায়গায় ফিরলেন হিরো আলম। কিছুদিনের জন্য গানের জগৎ ছেড়ে অভিনয়ে ফিরেছেন তিনি। অভিনয় করতে গিয়ে তিনি হাজির হয়েছেন নানা রকম চরিত্রে। বিনোদিত করেছেন দর্শকদের।
সম্প্রতি তার কণ্ঠে আরবি গান প্রকাশ পেয়েছে। সেখানে তার গান, পোশাক ও যমুনার চরকে আরবের মরুভূমি বানানো নিয়ে অনেক আলোচনা হয়ে গেল। সেই রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনার জন্ম দিলেন তিনি।
বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন হিরো আলম। সেখানে তাকে আলাদিনের দৈত্যরূপে দেখা গেছে। সারা শরীরে নীল রং, মাথায় সিং লাগিয়ে দৈত্যর মতো সেজেছেন তিনি। দুই হাত উপরে তুলে ভয় দেখানোর ঢঙে ছবি তুলেছেন এ অভিনেতা।
কেন হঠাৎ এই সাজ? নিউজবাংলাকে তিনি জানিয়েছেন, এটা একটা নাটকের সাজ। ঈদ উপলক্ষে নাটকটি প্রকাশ পাবে তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এটি একটি ভৌতিক ঘরানার নাটক। এর শুটিং শেষ হয়েছে।
নাটকটির একটি বিহাইন্ড দ্য সিন প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে কীভাবে হিরো আলমসহ অন্য শিল্পীরা অংশ নিয়েছেন শুটিংয়ে।