পর্দায় ভয়ংকর খলনায়ক হলেও বাস্তবে সাধারণ মানুষের হিরো বলিউড অভিনেতা সোনু সুদ।
গত বছর করোনার সময় লকডাউনে তিনি নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন পরিযায়ী শ্রমিকদের পাশে। বিশেষ করে গাড়ি, বাস ও ট্রেনের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ নিজ বাড়ি।
সেখানেই শেষ নয়। দেশের যেকোনো প্রান্তে যখনই কেউ বিপদে পড়েছেন, একবার জানালেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এ অভিনেতা।
লকডাউনে কর্মহীন হয়েছেন অনেক মানুষ। তিনি তাদের সাহায্য করেছেন নতুনভাবে কিছু করতে। এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সারা ভারত। হাসপাতালগুলোতে খালি বেড ও অক্সিজেনের চরম সংকট।
এ অবস্থায় এবার সোনু ও তার টিম প্রায় ২২ জন করোনা রোগীর প্রাণ বাঁচালেন।
বেঙ্গালুরুর আরাক হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে মঙ্গলবার মধ্যরাতে সোনুর টিম জরুরি ফোন পেয়েছিল ইয়েলাহাঙ্কা ওল্ড টাউন পরিদর্শক এমআর সত্য নারায়ণের কাছ থেকে।
সত্য জানিয়েছিলেন, অক্সিজেনের ঘাটতির কারণে এরই মধ্যে দুইজন রোগী মারা গেছেন। কমপক্ষে ২২ জন রোগীর প্রাণ ঝুঁকির মধ্যে রয়েছে।
সোনুর দল তাৎক্ষণিকভাবে পরিচিতজনদের সাহায্য নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ১৫টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে।
সোনু সুদ বলেন, ‘এটি ছিল একটি দলবদ্ধ কাজ এবং আমাদের সহকর্মীদের দেশের মানুষকে সহায়তার ইচ্ছার ফল। ইন্সপেক্টর সত্য নারায়ণের কাছ থেকে ফোন পেয়ে তাড়াতাড়ি করে আমরা তা যাচাই করে কয়েক মিনিটের মধ্যেই কাজ শুরু করেছিলাম।
‘দলটি পুরো রাত অন্য কোনো কিছুর কথা না ভেবে কেবল কীভাবে অক্সিজেন পাওয়া যায় সেই চেষ্টাই করেছে। এতে যদি দেরি হয়ে যেত তবে অনেক পরিবারই তাদের স্বজনদের হারাতেন।’
সোনু আরও বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা গতরাতে এতগুলো মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছিল। আমার দলের সদস্যদের এ ধরনের পদক্ষেপ আমাকে কাজ চালিয়ে যেতে সাহায্য করে।’
সোনু সুদের টিমের সঙ্গে এ কাজে এগিয়ে আসে পুলিশও। বেশ কয়েকজন রোগীকে ওই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে সাহায্য করে। অ্যাম্বুলেন্স না পেয়ে নিজেদের গাড়ি করেই করোনা রোগী নিয়ে যায় পুলিশ।
অল্প কয়েক দিন আগে করোনা আক্রান্ত নারীকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে নাগপুর থেকে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছিলেন সোনু সুদ।