মার্চের শেষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বনের মধ্যে অভিযান চলবে। ওসমানকে ধরতে হবে। একমাসের কিছু বেশি সময় পর পাওয়া গেল ওসমানের খোঁজ। ছবি হয়ে ধরা দিলেন তিনি।
অমানুষ সিনেমার গল্প এমন না। তবে সিনেমায় এক ডাকাত চরিত্রে নিরবকে দেখা যাবে, এটা নিশ্চিত। তার চরিত্রের নাম ওসমান। মঙ্গলবার রাতে প্রকাশ পেয়েছেন তার প্রথম ঝলক।
ছবিতে নিরবের ছোট ছোট চুল, গলায় তাবিজ বাঁধা আর কোমরে রিভলবার দিয়ে নিরবকে সাজানো হয়েছে ডাকাতরূপে। আর তার পেছনেই পিস্তল হাতে দেখা যাচ্ছে মিথিলাকে। সিনেমায় তার নাম নুদরাত।
এর আগে মিথিলার একটি ছবি পাওয়া গেলেও সিনেমায় নিরবের লুক প্রথমবার প্রকাশ পেল। নিউজবাংলাকে নিরব বলেন, ‘এটা আমাদের ফার্স্ট লুক। ধীরে ধীরে পোস্টারও প্রকাশ পাবে। সিনেমার আর অল্প কিছু শুটিং বাকি আছে। সেগুলো লকডাউনের জন্য বন্ধ আছে।’
নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘অমানুষ একটি ট্র্যাজিক গল্পের সিনেমা। এখানে আমি ডাকাত চরিত্রে অভিনয় করছি। অল্প করে ভালোবাসার ছোঁয়াও পাবেন দর্শকরা।’
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্যই নির্মিত হচ্ছে বলে জানান নিরব। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করছেন মিথিলা। এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রকাশ পায় মিথিলার একটি ছবি। সাদা কালো সেই ছবিতে তার চোখে মুখে ফুটে উঠেছে রাগ-ক্রোধ। ছবিটি পোস্ট করে ক্যাপশন মিথিলা লিখেছিলেন, ‘এ হলো নুদরাত। যে কখনও ভয় পায় না।’
এই সিনেমায় ১৪ বছর পর একসঙ্গে কাজ করছেন নিরব ও মিথিলা। এর আগে ২০০৫-০৬ সালের দিকে বিজ্ঞাপন ও ফটোশুটে একসঙ্গে দেখা গেছে অমানুষ এর এই জুটিকে। এতে আরও অভিনয় করছেন কাজী নওশাবা, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু।