দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত রিকশা গার্ল সিনেমাটি অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে জমা দেয়ার সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার নিউজবাংলাকে এ কথা জানান পরিচালক।
নিউজবাংলাকে অমিতাভ রেজা বলেন, ‘সিনেমাটি প্রদর্শিত হবে ও প্রতিযোগিতা করবে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এখানে যেসব চলচ্চিত্র প্রদর্শিত হয় অস্কার সেই সিনেমাগুলোকে সেরা সিনেমা বিভাগের জন্য কাউন্ট করে। সেই হিসেবে রিকশা গার্ল সিনেমাটি অস্কারে জমা দেয়ার সুযোগ পাওয়া যেতে পারে।’
বিষয়টি আরও ভালো করে বুঝানোর জন্য তিনি বলেন, ‘ধরেন যে সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে বা প্রতিযোগিতা করেছে, সেই সিনেমাকে অস্কার একটা আলাদা গুরুত্ব দেয়। সেখান থেকে অনেক সিনেমাকে তার সেরা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য কাউন্ট করে। রিকশা গার্লের ক্ষেত্রে বিষয়টি তেমন।’
তিনি জানান, এমন শত শত সিনেমাই প্রতি বছর অস্কারে যায়। তাই বলে তো আর সব প্রতিযোগিতা বিভাগের জন্য শর্ট লিস্টে জায়গা পায় না। এটা একটা সুযোগ। রিকশা গার্ল সিনেমাটি ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করানোর জন্য উৎসব কর্তৃপক্ষ প্রয়োজিনীয় তথ্যাদি চেয়ে পাঠিয়েছে।
রিকশা গার্ল সিনেমার শুটিংয়ের সময় পরিচালক অমিতাভ রেজা। ছবি: সংগৃহীত
রিকশা গার্ল সিনেমাটি অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় সিনেমা। এটি বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। এটি প্রযোজনা করেছেন এনরিক জে অ্যাডামস। তার বরাত দিয়েই অমিতাভ রেজা তার ফেসবুকে জানিয়েছেন, রিকশা গার্ল সিনেমাটি ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ও প্রতিযোগিতা করবে। এর ফলে আগামী বছর সিনেমাটি অস্কারে জমা দেয়ার সুযোগ পাওয়া যাবে।
রিকশা গার্ল সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত
রিকশা গার্ল সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান, চম্পা। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।