শাকিব খানের অতি ঘনিষ্ঠজন, বন্ধু মো. ইকবাল। শাকিব খান তাকে বিভিন্ন অনুষ্ঠানে ভাই বলেও পরিচয় করিয়ে দিয়েছেন। মো. ইকবালের প্রথম প্রযোজিত সিনেমায় ছিলেন শাকিব খান। পাসওয়ার্ড সিনেমাতেও ছিলেন এই প্রযোজক - নায়ক জুটি।
এ থেকে অনেকেই ধারণা করেছিল যে, মো. ইকবাল সিনেমা পরিচালনা করলে শাকিব খানই নায়ক হবেন। কিন্তু না, মো. ইকবালের প্রথম পরিচালিত সিনেমা রিভেঞ্জে নেই শাকিব। নায়ক হিসেবে তিনি কাস্ট করেছেন রোশানকে। আর তার বিপরীতে অভিনয় করবেন বুবলী।
সোমবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক ঘোষণা দেন পরিচালক। কিন্তু কেন নেয়া হলো না শাকিব খানকে? তাহলে কি শাকিব খান ও মো. ইকবালের সম্পর্ক এখন ভালো না? এমন প্রশ্নের জবাবে মো. ইকবাল বলেন, 'শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে বাজেট বেশি লাগবে। তাই তাকে নেয়া হয়নি।'
করোনা পরিস্থিতির জন্য শাকিব খান পারিশ্রমিক কম নিয়ে কাজ করার কথা ঘোষণা দিয়েছিলেন। তাহলে কেন এত বাজেট লাগবে জানতে চাইলে পরিচালক বলেন, 'সে পারিশ্রমিক কম নিতে পারেন। কিন্তু শাকিব খান সিনেমাতে থাকলেই তো প্রোডাকশনের খরচ বেড়ে যাবে। এই পরিস্থিতিতে সেটা সম্ভব না।'
তিনি আরও বলেন, 'আগে সিনেমা কিছু বানাই। ভালো হলে তখন শাকিব খানকে নিয়ে কাজ করা যাবে। সিনেমার শুটিং শুরু হবে ২০ মে, কেরানিগঞ্জে। একটানা হবে সিনেমার দৃশ্যধারণ। সিনেমায় আরও আছেন মিশা সওদাগর, সীমান্ত।
এর আগে বুবলীকে নিয়ে একাধিক সিনেমা প্রযোজনা করেছেন মো. ইকবাল। এবারই প্রথম তিনি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন।