গলায় প্ল্যাকার্ড নিয়ে অভিনেতা ইলিয়াস কাঞ্চন। প্ল্যাকার্ডে লেখা, ‘আমি কহিনূরের বাবা। কাহনূর আমার মেয়ে। আমি তার ধর্ষণ ও হত্যার বিচার চাই।’
এভাবেই ওয়েব কনটেন্টের জন্য প্রস্তুতি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এই প্রস্তুতি মূলত ওয়েব কনটেন্ট মরণোত্তম এর জন্য। সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
নিউজবাংলাকে পরিচালক বলেন, ‘২৯ এপ্রিল শুরু হয়েছিল এর দৃশ্যধারণ। ২ মে শেষ হয়েছে। সমসাময়িক সময়ের সামাজিক নানা সমস্যা নিয়েই সাদাত হোসাইনের এ উপন্যাস।
তিনি আরও বলেন, ‘উপন্যাসের মতো কনটেন্টেও একজন শিক্ষক, একজন কবি, সমাজের ক্ষমতাবান কিছু মানুষ ও একটি আত্মহত্যার গল্পকে এক সুতোয় গাঁথা হয়েছে।’
এতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, মহিমা, শহীদুজ্জামান সেলিম। তবে এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।
তিনটি বেসরকারি চ্যানেলে ঈদ উপলক্ষে একসঙ্গে প্রচার হবে এই কনটেন্ট। বঙ্গতে প্রকাশ পাবে কনটেন্টটি।
দেশের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বঙ্গর নতুন প্রকল্প ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’। এবার ঈদে সাতটি কনটেন্ট আসছে। আসলে ‘বঙ্গ বব’-এর মধ্য দিয়ে নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ও পরিকল্পনাও রয়েছে ওয়েব প্ল্যাটফর্মটির।