বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিমি বললেন, ‘খেলা হচ্ছে তো’

  •    
  • ২ মে, ২০২১ ১৭:০৩

সেখানে বিজেপির হয়ে নির্বাচন করা রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় পিছিয়ে আছে। তবে তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ব্রাত্য বসু ও কাঞ্চন মল্লিক এগিয়ে আছেন।

ভারতের পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়েছে রোববার সকালে।

এনডিটিভিতে প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ফল প্রকাশ হয়েছে ভোট হওয়া ২৯২টির।

সবশেষ ফল অনুযায়ী, রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস জোট এগিয়ে আছে ২০৬ আসনে। অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপি জোট এগিয়ে আছে ৮৩ আসনে।

তাই তো নিজের দল তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। উত্তেজনা ধরে রাখতে না পেরে পোস্ট করেছেন টুইটারে।

লিখেছেন, ‘খেলা হচ্ছে তো’। কেন এই ডায়ালগ দিলেন মিমি।

এবারের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানে সরগরম হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূল ও বিজেপি দুই দলই ‘খেলা হবে’ স্লোগান ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক প্রচারে।

তাই তো নেটিজেনরা মনে করছেন টুইট করে বিজেপি সমর্থকদেরই খোঁচা দিলেন সাংসদ মিমি।

এবার টালিগঞ্জের অনেক তারকাই প্রার্থী হয়েছেন তৃণমূল ও বিজেপির হয়ে।

সেখানে বিজেপির হয়ে নির্বাচন করা রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় পিছিয়ে আছেন। তবে এগিয়ে আছেন হিরণ চট্টোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়।

তবে তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ব্রাত্য বসু ও কাঞ্চন মল্লিক এগিয়ে আছেন।

এ বিভাগের আরো খবর