ভারতের পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়েছে রোববার সকালে। এনডিটিভিতে প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ফল প্রকাশ হয়েছে ২৯২টির।
সেখানে টালিগঞ্জের তারকা প্রার্থী হিসেবে বিজেপির হয়ে নির্বাচন করা রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় পিছিয়ে আছে। তবে এগিয়ে আছে হিরণ চট্টোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়।
তবে টালিগঞ্জের তারকা ও তৃণমূণের প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ব্রাত্য বসু ও কাঞ্চন মল্লিক এগিয়ে আছেন।
এনডিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০৩ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ৮৬ আসনে। বামফ্রন্ট-কংগ্রেস-আইএসএফ জোট কোনো আসনেই এগিয়ে নেই।