স্থান-কাল-পাত্র বুঝে আচরণ, কথা, সাজ ও খাবারে পরিবর্তন আসে। সবার ক্ষেত্রেই এটা হয়। তবে নায়ক-নায়িকাদের এই বিষয়টিতে খেয়াল রাখতে হয় আরও বেশি।
উদাহরণ হিসেবে বলা যায়, এই রমজানে সাজে পরিবর্তন এসেছে নায়ক-নায়িকাদের। ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মানানসই পোশাক পরতে দেখা গেছে তাদের।
নায়িকারা মাথায় ঘোমটা টেনে বা হিজাব পরে ছবি দিয়েছেন ফেসবুকে। অন্যদিকে নায়কদের মাথায় দেখা গেছে টুপি আর পরনে সাদা পোশাক।
কাজের প্রয়োজনেই সিনেমায় আকর্ষণীয় ও জাকজমকপূর্ণ পোশাক পরতে হয় নায়ক-নায়িকাদের। তবে রমজান ফ্যাশনে আরও অনেকের মতোই পোশাকে দেখা যায় তাদের। সেসব পোশাকে তারকাদের কেমন লাগে দেখতে, তা নিয়ে দর্শকদের মধ্যে থাকে কৌতূহল।
১৪ এপ্রিল রমজান শুরু হওয়ার দিন, তার আগের ও পরের দিন রমজান লুকে তারকাদের পাওয়া গেছে ফেসবুকে। রমজানুল মোবারক জানিয়েছেন দেশের শীর্ষ নায়ক-নায়িকারা।
বুবলী, শাকিব খান, অপু বিশ্বাস
রমজান শুরু হওয়ার আগের দিন ১৩ এপ্রিল ফেসবুকে রমজানের শুভেচ্ছা জানান নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম ও সাইমন সাদিক।
নুসরাত ফারিয়াকে গোলাপি রঙের আর মিমকে দেখা গেছে সাদা রঙের পোশাকে। দুজনেই ঘোমটা দিয়ে ছবি তুলেছেন। এই লুকে সচরাচর দেখা যায় না তাদের।
মিমকে তো মাঝে মাঝেই ইফতারের আয়োজন করতে দেখা যাচ্ছে। নিজের বাসাতেই এ আয়োজন করছেন তিনি।
নায়ক সাইমনকে মাঝেমাঝেই দেখা যায় তার নিজ এলাকা কিশোরগঞ্জে। সেখানে এলাকার মানুষদের সঙ্গে সময় কাটান তিনি।
রমজানে আলাদাভাবে তাকে দেখা যায়নি। তবে তার এক সপ্তাহ আগেই সাদা লুঙ্গি ও পাঞ্জাবি পরে ‘জুম্মা মুবারক’ জানিয়ে পোস্ট দেন তিনি।
রোজা শুরুর দিন ১৪ এপ্রিল রমজান মুবারক জানিয়েছেন আরিফিন শুভ। দোয়া চেয়েছেন নায়িকা মাহিয়া মাহি। তবে আরিফিন শুভকে কোনো ফ্যাশনে দেখা যায়নি। তিনি মুখে রূপচর্চার সামগ্রী মেখে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে মাহিকে দেখা গেছে হিজাব পরা অবস্থায়। জান্নাত সিনেমাতেও তাকে দেখা গেছে হিজাবে। রমজানের সঙ্গে সঙ্গতিপূর্ণ পোশাকে তাকে দেখে অনেকেই ‘মাশাআল্লাহ’ বলেছেন।
রোজা শুরুর পরদিন ১৫ এপ্রিল সঙ্গতিপূর্ণ পোশাকে দেখা গেছে শাকিব খান, বুবলী, পরীমনিকে। শাকিব খান সাদা পাঞ্জাবি, সাদা টুপিতে জানিয়েছিলেন রমজানের শুভেচ্ছা। আর বুবলীকে দেখা গেছে সাদা কামিজ ও নীল ওড়নায়। সবার সুস্থতা চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আরিফিন শুভ, মাহিয়া মাহি, সাইমন সাদিক
১৫ এপ্রিলে পোস্ট করা ছবিতে পরীমনিকেও দেখা গেছে ঘোমটায়। তার ঘোমটাতে ছিল ফ্যাশনের ছোঁয়া।
রঙিন পোশাকে পরীর এটি রমজানের ফ্যাশন কি না, তা তিনি জানাননি। ছবিটি পোস্ট করে মাথা ঘোরানোর একটি ইমোজি ব্যবহার করেছেন তিনি।
এছাড়া অপু বিশ্বাসকে দেখা গেছে হিজাব ফ্যাশনে। হিজাব পরা তিনটি ছবি তিনি পোস্ট করেছেন ফেসবুকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি ফ্রাইডে।’ বোঝা যাচ্ছে যে, এটি তার রমজান ফ্যাশন নয়। তবে হিজাব পরা লুকে তিনি সবার সামনে এলেন রমজানেই।
শুধু রমজান নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ঘিরে নায়ক-নায়িকাদের ধর্মীয় লুকের ছবি পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।