সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির ওয়েব সিনেমা আসছে ঈদে। সিনেমাটির নাম ‘ডার্ক সাইড অব ঢাকা’। ঈদে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
নিউজবাংলাকে রাফি জানান, পাঁচটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ডার্ক সাইড অব ঢাকা’। সিনেমার বেশ কিছু অংশের দৃশ্যধারণ হয়ে গেছে। শুটিং এখনও চলছে।
রাফি বলেন, ‘ওয়েব কনটেন্ট জানোয়ার প্রকাশের পর সবার আরও কিছু চাওয়া ছিল। আশা করছি ডার্ক সাইড অব ঢাকা দর্শকের সেই চাহিদা পূরণ হবে। ঢাকাকে আমরা নানাভাবে দেখেছি। আমাদের নতুন সিনেমায় ঢাকার আরেকটি অন্ধকার রূপ দেখা যাবে।’
সিনেমায় কারা অভিনয় করছেন তা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান রাফি। সিনেমাটির ১৩ সেকেন্ডের একটি টিজার প্রকাশ পেয়েছে ফেসবুকে।
টিজারটি শেয়ার করে রাফি লিখেছেন, ‘ঢাকা। প্রানের শহর, স্বপ্নের শহর। এই প্রানের শহরেই চলে নানা রকম লিলাখেলা এখানে কত নিষ্প্রান মানুষ ঘুরে বেড়ায়, আছে কত স্বপ্ন ভঙ্গ কথন। লাল নীল আলোয় আলোকিত ঢাকারও রয়েছে গাঢ় অন্ধকার একটা অধ্যায়।’
সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই পরিচালক। তার পরিচালিত দামাল নামের একটি সিনেমার কাজ প্রায় শেষ। আরিফিন শুভকে নিয়ে নূর নামের একটি সিনেমা নির্মাণে প্রস্তুতি নিচ্ছেন তিনি।