করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ প্রভাব ফেলেছে ভারতের ওপর। প্রতিদিনই বেড়েই চলেছে শনাক্ত ও মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে খালি নেই বেড; চরম সংকট অক্সিজেনের।
এমন সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধ্যমতো সাহায্যের চেষ্টা করছেন ভুক্তভোগীদের।
বলিউডের অনেক তারকা বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের একজন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বুধবার গভীর রাতে একটি ভিডিও পোস্ট করে বিশ্ববাসীকে ভারতীয়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বলিউড ও হলিউডের জনপ্রিয় এই তারকা।
সেখানে তিনি বলেন, ‘ভারতের দিকে কেন আমাদের নজর দেয়ার প্রয়োজন আছে জানেন? এখনই কেন এত জরুরি? আমি লন্ডনে বসে আমার পরিবার ও বন্ধুদের থেকে শুনতে পাচ্ছি ভারতে হাসপাতালে বেডের অভাবের কথা।
‘আইসিইউতে কোনো রুম ফাঁকা নেই, অ্যাম্বুলেন্সগুলো অতি ব্যস্ত, অক্সিজেনের ঘাটতি, শ্মশানগুলো গণশ্মশানে রূপ নিয়েছে। কারণ মৃত্যুর পরিমাণ অনেক বেড়ে গেছে। ভারত আমার দেশ; ভারত রক্তাক্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ব সম্প্রদায় হিসেবে নজর দেয়ার প্রয়োজন। আমি বলছি কেন প্রয়োজন। কারণ যতক্ষণ না সবাই নিরাপদে থাকছে, ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।
‘তাই দয়া করে আপনাদের সম্পদকে কাজে লাগিয়ে মহামারি রোধে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন। দান করুন।’
ভিডিওটির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেন, ‘আপনি যা কিছু অনুদান দেবেন সেটিই ব্যবধান গড়ে দেবে। ৬ কোটি ৩০ লাখ মানুষ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে। আপনারা ১০ ডলার থেকে ১ লাখ রুপির মধ্যে অনুদান দিলে সেটাই ১০ লাখের (ডলার) কাছাকাছি গিয়ে পৌঁছাবে, যেটা বিশাল।’
তিনি আরও লিখেন, বিভিন্নজনের অনুদান সরাসরি কোভিড কেয়ার সেন্টার, আইসোলেশন সেন্টার ও অক্সিজেন জেনারেশন প্ল্যান্টে পৌঁছাবে।
প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক জোনাস এরই মধ্যে ভারত সরকারকে অনুদান দিয়েছেন। অনুদান অব্যাহত রাখবেন বলেও পোস্টে জানিয়েছেন তিনি।
অনুদান পাঠানোর লিংকটটি তার ইনস্টাগ্রাম বায়োতে যুক্ত করে দিয়েছেন প্রিয়াঙ্কা।