বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউজ পোর্টালের সাংবাদিক অপূর্ব!

  •    
  • ২৮ এপ্রিল, ২০২১ ১২:৩৭

নিউজবাংলাকে পরিচালক বলেন, ‘হ্যাঁ, অপূর্ব একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। তিনি মফস্বলের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক। সাংবাদিকতা যার নেশা।

অভিনেতা অপূর্বর এমন চেহারা আর পোশাক চমকে দিয়েছে দর্শকদের। গোঁফসহ অপূর্বকে একেবারেই কম দেখা গেছে। পাশাপাশি এমন ঢিলেঢালা শার্ট আর প্যান্টে সাধারণত দেখা যায় না এই অভিনেতাকে। সঙ্গে গলায় ঝুলছে আইডি কার্ড।

সব মিলিয়ে ফেসবুকে শেয়ার হওয়া একটি নাটকের পোস্টারে অপূর্বকে দেখে ধাক্কা লেগেছে দর্শকদের। তারা আরও অবাক হয়েছেন অপূর্বর হাতের মাইক্রোফোন দেখে।

মাইক্রোফোনটি দেখে নেটিজেনরা ধারণা করছেন যে, অপূর্ব একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। হ্যাঁ, দর্শকদের ধারণা ঠিক আছে বলে জানালেন পরিচালক রুবেল হাসান।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘অপূর্ব একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। তিনি মফস্বলের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক। সাংবাদিকতা যার নেশা। কষ্টে থাকে, ঠিকমতো টাকা পায় না, তারপরও তিনি এই পেশা ছাড়তে চান না।’

নাটকের নাম ব্রেকিং নিউজ। নাটকে আছে হাস্যরস; মজার অনেক ঘটনা। আবার শেষে গিয়ে একটি সিরিয়াস মেসেজও পাবেন দর্শকরা।

শুটিংয়ের সময় পরিচালক (ডানে) ও সহশিল্পীর সঙ্গে অপূর্ব। ছবি: সংগৃহীত

পরিচালক বলেন, ‘কমেডির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। মাঝে মাঝে কিছু বিষয় বলতে গেলে নাটকীয়তার প্রয়োজন হয়, সেটা আছে এখানে। সঙ্গে সংসার, জীবন-যাপনের কথাও উঠে এসেছে নাটকটিতে।’

এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি। একই সঙ্গে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগলের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে নাটকটি। এর চিত্রনাট্য করেছেন রাজিব আহমেদ।

এ বিভাগের আরো খবর