বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহারাষ্ট্রের রিলিফ ফান্ডে অর্থদান করলেন আয়ুষ্মান ও তাহিরা

  •    
  • ২৭ এপ্রিল, ২০২১ ১৭:১৩

আয়ুষ্মান আরও লিখেন, ‘শুরু থেকেই তাহিরা আর আমি চেষ্টা করছি দেশের এই বিপদে সবার পাশে থাকার। আর তাই মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করলাম। এখন সময় একজোট হয়ে সবাই সবার পাশে থাকার। যতটা সম্ভব মানুষকে সাহায্য করার।’

করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ প্রভাব ফেলেছে ভারতের ওপর। সব রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে একটু বেশিই প্রভাব ফেলেছে করোনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা রাজ্যে জারি করা হয়েছে কারফিউ।

এই সঙ্কটময় সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসছেন ও সাধ্যমতো সাহায্যের চেষ্টা করছেন ভুক্তভোগীদের।

সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের অনেক তারকাও সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ।

মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থদান করলেন এই দম্পতি। মঙ্গলবার ইনস্টাগ্রাম সেই কথা নিজেই জানালেন আয়ুষ্মান।

সেই পোস্টে আয়ুষ্মান লিখেন, ‘গত বছর থেকেই আমরা করোনার সঙ্গে লড়াই করে চলেছি। এই মহামারি আমাদের হৃদয় ভেঙে দিয়েছে, এরকম কষ্ট আগে কখনও পাইনি। সঙ্গে এটা শিখিয়েছে বিপদে কীভাবে একে-অপরের পাশে থাকা যায়।’

যারা দেশেই এই পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছে তাদেরকে ধন্যবাদ আয়ুষ্মান লিখেন, ‘আমরা জানি, দেশের নানা প্রান্তের মানুষ নিজেদের সামর্থ্য মতো সাহায্য করছে। আমি আর তাহিরা তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের এই কাজে উদ্বুদ্ধ করেছে।’

আয়ুষ্মান আরও লিখেন, ‘শুরু থেকেই তাহিরা আর আমি চেষ্টা করছি দেশের এই বিপদে সবার পাশে থাকার। আর তাই মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করলাম। এখন সময় একজোট হয়ে সবাই সবার পাশে থাকার। যতটা সম্ভব মানুষকে সাহায্য করার।’

শুধু মহারাষ্ট্রেই এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪৩ হাজার ৭২৭ জন। এ পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৬৫ হাজার ২৮৪ জনের।

এ বিভাগের আরো খবর