করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারত। মৃত্যু প্রতিদিনই বাড়ছে, ছাড়িয়ে যাচ্ছে গত দিনের সংখ্যা। এমন অবস্থায় যারা করোনা আক্রান্ত নন বা সুস্থ আছেন, তাদের অবস্থাও খারাপ। সবকিছু বন্ধ; খাবার নেই।
দেশের এমন পরিস্থিতে এগিয়ে আসছেন বলিউড তারকারা। সম্প্রতি অক্সিজেন, ওষুধ ও খাবার সহায়তার জন্য ক্রিকেটার ও রাজনীতিক গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে এক কোটি টাকা সহায়তা করেছেন অক্ষয় কুমার।
এবার এগিয়ে এলেন বলিউড ভাইজান। তিনিও কাজ শুরু করছেন করোনাকালের যোদ্ধাদের জন্য।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিবসেনার যুব শাখার সঙ্গে যুক্ত হয়ে সালমান খান খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন চিকিৎসক, নার্স, পৌরসভার কর্মী, প্রশাসনসহ পাঁচ হাজার করোনা যোদ্ধার হাতে।
গত বছরের লকডাউনেও ভাইজান শ্রমিকদের রেশন পৌঁছে দিয়েছিল। গতবারের মতো এবারও কাজটি করছে সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’।
শিবসেনার কোর কমিটির সদস্য রাহুল কনল এক বিবৃতিতে ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, সালমানের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং পানির বোতল দেয়া হচ্ছে। ভাইজান নাকি নিজে দাঁড়িয়ে খাবারের মান পরীক্ষা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, যতদিন মুম্বাইয়ে লকডাউন চলবে ততদিন ‘ভাইজানস কিচেন’ এবং শিবসেনার যুব শাখা যৌথ ভাবে বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা (পূর্ব) থেকে বিকেসি অঞ্চলে খাবার পৌঁছে দেবে।
আপাতত ৫ হাজার জনের খাবার পৌঁছে দেয়া হচ্ছে। আগামীদে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে।