বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাযাবর জীবনের গল্পই হলো অস্কারের সেরা সিনেমা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ এপ্রিল, ২০২১ ০৯:৫৪

অর্থসংকটে পড়া এক মার্কিন নাগরিক কীভাবে যাযাবর হয়ে যায় তার একটি মর্মস্পর্শী গল্প রয়েছে সিনেমায়। যে গল্পের প্রধান চরিত্রের কোনো ঘর নেই, কিন্তু ঘরের প্রত্যাশা রয়েছে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে কি?

এ যেন আগে থেকেই জানা ছিল বিশ্ববাসীর। এবার নোম্যাডল্যান্ড সিনেমাই হতে যাচ্ছে ৯৩তম অস্কারের সেরা সিনেমা। তাই সেরা সিরেনমার নাম শুনে হয়তো অনেকেই অবাক হননি।

তবে কোটি দর্শক অবাক হয়েছেন সিনেমাটি দেখে। পরিচালক ও চিত্রনাট্যকার ক্লোয়ি জাও সিনেমার মাধ্যমে যাযাবর জীবনের যে আর্তনাদ তুলে এনেছেন সিনেমার মাধ্যমে, তা দেখে আশ্চর্য হয়েছে খোদ আমেরিকানরাই।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোরমান্ড। সিনেমার তান নাম ফার্ন। তার স্বামী মারা গেছেন। যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেটিও বন্ধ হয়ে গেছে সম্প্রতি।

ফার্ন তার ঘরের জিনিসপত্র বিক্রি করে একটি ভ্যান কেনেন। সেই ভ্যানই হয়ে ওঠে তার ঘরবাড়ি। সেই ভ্যানে করেই ফার্ন বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায় আর চাকরি খোঁজে।

যেন রাস্তাই তার ঠিকানা। অর্থসংকটে পড়া এক মার্কিন নাগরিক কীভাবে যাযাবর হয়ে যায় তার একটি মর্মস্পর্শী গল্প রয়েছে সিনেমায়। যে গল্পের প্রধান চরিত্রের কোনো ঘর নেই, কিন্তু ঘরের প্রত্যাশা রয়েছে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে কি?

এমনই অর্থবহ ও তাৎপর্যপূর্ণ সিনেমাকেই সেরা সিনেমা হিসেবে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জুরিবোর্ড।

নোম্যাডল্যান্ড সিনেমা পাঁচটি বিভাগে মনোননয় পেয়েছিল। যার মধ্যে সিনেমা সম্পাদনা ও অ্যাডাপ্টেড স্ক্রিন-প্লে ছাড়া সেরা সিনেমা, পরিচালক ও কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী বিভাগে অস্কার ঘরে তুলে নিয়েছে সিনেমাটি।

এ বিভাগের আরো খবর