বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পার্শ্ব চরিত্রের অস্কার তাদের হাতে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ এপ্রিল, ২০২১ ০৮:৪১

অস্কারের ৯৩তম আসরে পার্শ্ব চরিত্রের অস্কার উঠেছে বৃটিশি অভিনেতা ড্যানিয়েল কালুইয়া এবং দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইয়ুহ যুং ইয়ংয়ের হাতে।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আকর্ষণীয় পুরস্কার প্রদান আসর অস্কারের ৯৩তম আসরে পার্শ্ব চরিত্রের অস্কার উঠেছে বৃটিশি অভিনেতা ড্যানিয়েল কালুইয়া এবং দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইয়ুহ যুং ইয়ংয়ের হাতে।

ড্যানিয়েল কালুইয়া এই পুরস্কার পেয়েছেন জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাসাইয়া সিনেমায় অভিনয়ের জন্য। এবারই প্রথম অস্কার হাতে পেলেন এই অভিনেতা।

চলতি বছরেই তার হাতে এসেছে বৃটিশ একাডেমি বা বাফটা। সেখানেও তিনি পেয়েছেন সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে সেরার পুরস্কার।

অন্যদিকে ইয়ুহ যুং ইয়ং মিনারি সিনেমায় অভিনয়ের জন্য হয়েছেন সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী। সিনেমাটি একটি আমেরিকান ড্রামা ধাঁচের সিনেমা।

দক্ষিণ কোরিয়ায় যুং ইয়ংয়ের অভিনয় ক্যারিয়ার দীর্ঘদিনের। পাঁচ দশকেরও বেশি সময় ধরে টিভি ও সিনেমায় অভিনয় করে আসছেন তিনি। তার বয়স এখন ৭৩ বছর।

অর্জনের ঝুলিতে আছে স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ড, বৃটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা)। এবার প্রথম হাতে এল অস্কার।

চলচ্চিত্রের মানুষদের সমাগমে অনুষ্ঠিত হয়েছে অস্কার। ড্যানিয়েল কালুইয়া উপস্থিত থেকে অস্কার হাতে নিয়েছেন। তবে অস্কার আসরে আসতে পারেননি ইয়ুহ যুং ইয়ং। অনলাইনে যুক্ত ছিলেন তিনি।

এ বিভাগের আরো খবর