বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘প্লেব্যাক কিং’ অরিজিৎ পা দিলেন ৩৪ বসন্তে

  •    
  • ২৫ এপ্রিল, ২০২১ ১৪:৪৯

তবে ২০১৩ সালে ‘আশিকি-২’ সিনেমার গান ‘তুম হি হো’ গেয়ে মুহূর্তেই চলে আসেন স্পটলাইটে। বছরের শ্রেষ্ঠ গান নির্বাচিত হয় ‘তুম হি হো’। সেই বছরের ‘শ্রেষ্ঠ গায়ক’-এর ফিল্মফেয়ার পুরস্কারটিও পান অরিজিৎ। এরপরই ভিন্নভাবে শুরু হয় ‘প্লেব্যাক কিং’ অরিজিতের পথ চলা।

এই মুহূর্তে অরিজিৎই যে বলিউডের সবচেয়ে জনপ্রিয় গায়ক তা নিয়ে যেমন দ্বিধা নেই তার ভক্তদের, তেমনই দ্বিধা নেই সেলিব্রেটিদের।

বলিউডের কে নেই এই গায়কের অনুরাগীর তালিকায়। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিরাট কোহলি রয়েছেন অরিজিতের ফ্যান লিস্টে।

শুধু কী বলিউড, সমানতালে জনপ্রিয় টালিউডেও। প্রথম সারির অভিনেতাদের মধ্যে প্রায় প্রত্যেকেই চায় তার সিনেমায় থাকুক অরিজিতের গাওয়া গান।

তবে মুর্শিদাবাদে জন্ম ও বেড়ে ওঠা অরিজিতের যাত্রার শুরুটা কিন্তু মোটেই মসৃণ ছিল না।

অরিজিৎ প্রথম নজরে আসেন ছোটপর্দার গানের রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এ অংশ নেয়ার মাধ্যমে। সেই শোতে সেরার শিরোপা নিতে ব্যর্থ হলেও প্রতিভার জোরে তিনি চোখে পড়েন বলিউডের সংগীত পরিচালকদের। পেয়ে যান প্লে-ব্যাকের সুযোগও।

‘বরফি’, ‘এজেন্ট বিনোদসহ বেশ কয়েকটি সিনেমায় গাওয়া গানে জয় করে নেন শ্রোতাদের মন। তবে ২০১৩ সালে ‘আশিকি-২’ সিনেমার গান ‘তুম হি হো’ গেয়ে মুহূর্তেই চলে আসেন স্পটলাইটে। বছরের শ্রেষ্ঠ গান নির্বাচিত ‘তুম হি হো’। সেই বছরের ‘শ্রেষ্ঠ গায়ক’-এর ফিল্মফেয়ার পুরস্কারটিও পান অরিজিৎ। এরপরই ভিন্নভাবে শুরু হয় ‘প্লেব্যাক কিং’ অরিজিতের পথ চলা। বাকিটা ইতিহাস।

বলিউডের বহু সুপারহিট গানের গায়ক অরিজিতের জন্মদিন আজ।

১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদে জন্ম তার। বাবা পাঞ্জাবি হলেও মা ছিলেন বাঙালি। তাই হিন্দি হোক কিংবা বাংলা, যেকোনো গানেই মন কেড়েছেন কোটি ভক্তের।

এ বিভাগের আরো খবর