ভারতের করোনা পরিস্থিতি এখন ভয়ানক পরিস্থিতে দাঁড়িয়েছে। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
দেশটির হাসপাতালে নেই পর্যাপ্ত বেড, অক্সিজেন। ভীষণ অসহায় বোধ করছেন চিকিৎসকরা। মানুষের মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে তাদের।
এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের সাহয্যে অনেকেই এগিয়ে আসছেন। এগিয়ে এসেছেন বলিউডের কয়েকজন তারকা। তাদের মধ্যে একজন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এই পরিস্থিতি দেখে আর চুপ থাকতে পারেননি তিনি।
দুই দিন আগে দিল্লির এক হাসপাতালে অক্সিজেন নেই বলে কান্নাভেজা কণ্ঠে অসহায়ত্ব প্রকাশ করেছিলেন প্রতিষ্ঠানটির এক চিকিৎসক।
সেই ভিডিও দেখে সুস্মিতা সেন নিজে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেন। কিন্তু সেগুলো কীভাবে হাসপাতালে পৌঁছে দেবেন তা বুঝতে না পেরে টুইটারে সাহায্য চেয়ে পোস্ট একটি করেন তিনি। সঙ্গে শেয়ার করেন সেই ভিডিও।
সেই টুইটে সুস্মিতা লিখেন, ‘এটি গভীর বেদনার। সব জায়গায় অক্সিজেন সংকট। আমি এই হাসপাতালের জন্য কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করতে পেরেছি।
‘তবে মুম্বাই থেকে দিল্লি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। দয়া করে আমাকে একটি উপায় খুঁজে পেতে সহায়তা করেন।’
ওই টুইটটি দেখে সুস্মিতার এক বন্ধু অক্সিজেন হাসপাতালে পৌঁছাতে সাহায্য করেছেন। সেটিও আরেক টুইটে জানিয়েছেন অভিনেত্রী।
গত বছর করোনাকালে সবচেয়ে বেশি মানুষের পাশে থেকেছেন বলিউড তারকা সোনু সুদ। তিনি নিজের দায়িত্বে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। চিকিৎসার ব্যবস্থা করেছেন।
পর্দার খলনায়ক হয়ে উঠেছিলেন বাস্তবের নায়ক। সম্প্রতি তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও গতকালই তিনি জানিয়েছেন তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা শনাক্তে টানা তিন দিন রেকর্ড করেছে ভারত। দেশটিতে তৃতীয় দিনে ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।
এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জনে।
করোনাভাইরাসে নতুন করে দেশটিতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন ছাড়াল।