দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের প্রয়োজনে ঢাকা ও কলকাতায় সমানতালে ব্যস্ত থাকেন। এর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব থাকেন জয়া; ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসেন নিয়মিত।
জয়ার পোস্টগুলোতে কখনো নিজের ছবি, কখনো সিনেমার প্রচার আবার কখনো থাকে মানবিক সাহায্যের আবেদন। এ ছাড়া বিভিন্ন দিবসে থাকে তার অভিমত-সংবলিত পোস্ট।
দুই দিন আগে ‘আর্থ ডে’ উপলক্ষে নিজের পোষা কুকুর নিয়ে বিশাল ধানক্ষেতে ঘুরে বাড়ানোর ছবি পোস্ট করেছিলেন জয়া। ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপি আর্থ ডে’।
সবশেষ শনিবার সকালে নিজের দুটি ছবি পোস্ট করেন জয়া। এতে স্নিগ্ধ মুখের জয়াকে দেখা যাচ্ছে দুই হাতে একগাদা শাপলা ফুল ধরে রাখতে।
ছবি দুটির সঙ্গে মিলিয়ে ক্যাপশনে বিনয় মজুমদারের একটি কবিতার পুরোটা তুলে দিয়েছেন জয়া। কবিতার শিরোনাম ‘বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়’।
‘বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়, শীত গ্রীষ্মে এই
পুকুর সম্পূর্ণ শুশক হয়ে যায় পুকুরের নিচে ঘাস গিজায়, তখন–
পুকুরে শাপলা আর থাকে না, আবার সেই বর্ষাকাল আসে
তখন পুকুরটিতে জল জমে পুনরায় শাপলা গজায়।
এই হলো শাপলার কাহিনি, শাপলা ফুল শাপলার পাতা
ছন্দে ছন্দে দুলে যায়, অনুপ্রাস, চিত্রকল্প ইত্যাদি সমেত।
এবং পুকুরটিও চিন্তাশীল, সৃষ্টিশীল, পুকুরের আনন্দ বেদনা
পাতা হয়ে ফুল হয়ে ফুটে ওঠে পৃথিবীতে, এই বিশ্বলোকে।
শাপলার ফুলে ফুলে পাতায় কখনো মিল থাকে, মিল কখনো থাকে না।’
সবশেষ গত ১৯ মার্চ মুক্তি পায় জয়া অভিনীত সিনেমা ‘অলাতচক্র’। কথাসাহিত্যিক আহমেদ ছফার উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি ।