সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব দেখা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ফেসবুকে সচেতনতামূলক একটি পোস্ট করেছিলেন তিনি।
ওই পোস্টে লকডাউনের প্রস্তুতি নেয়া ফারিয়া মাস্ক পরা, হাত ধোয়া ও ঘরে থাকার আহ্বান জানিয়েছিলেন। সবশেষ শুক্রবার রাতে ফেসবুকে টিকা নিয়ে একটি সচেতনামূলক পোস্ট করেন তিনি। এর মূল বিষয় টিকাদান সপ্তাহ ও ইউনিসেফের কার্যক্রম।
পোস্টে ফারিয়া লেখেন, ‘টিকা আমাকে, আমার আপনজনদের এবং আমার দেশকে পোলিও, হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে।
‘যখন আপনার সময় আসবে, তখন করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে।’
টিকাদান সপ্তাহে ইউনিসেফের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘এই টিকাদান সপ্তাহে আপনার ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং প্রতিটি মানুষের কাছে টিকা পৌঁছে দিতে ইউনিসেফের সাথে আপনিও যোগ দেন!’
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ সিনেমা দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর থেকে বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেছেন, যার বেশির ভাগই ব্যবসাসফল।
কিছুদিন আগেই ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’।