বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিয়েও করোনা, হতাশ চৈতি ঘোষাল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ এপ্রিল, ২০২১ ২১:১৪

‘মনে হচ্ছিল, ভাইরাল জ্বরের মতো কিছু তাই বুঝতে অসুবিধা হচ্ছিল। কাজ করতেই হবে তাই টিকা নিয়েছিলাম। আফসোস, শেষ রক্ষা হলো না।’

করোনা প্রতিরোধী টিকা নিয়েও ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল। প্রশ্ন তুলেছেন সহঅভিনেতাদের সচেতনতা নিয়ে। অভিযোগ তুলেছেন, উপসর্গের কথা জেনেও অনেকে লুকিয়ে বাইরে আসছেন। আর এই প্রক্রিয়ায় ছড়িয়ে দিচ্ছেন ভাইরাস।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে চৈতি জানান, বুধবার শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার শরীর আরও খারাপ হতে থাকে। সারা গায়ে অসহ্য ব্যাথা, সর্দি কাশিসহ প্রচণ্ড জ্বর আসে।

তিনি বলেন, ‘মনে হচ্ছিল, ভাইরাল জ্বরের মতো কিছু তাই বুঝতে অসুবিধা হচ্ছিল।’

পরে করোনা পরীক্ষা করলে পজিটিভ রেজাল্ট আসে। তার ফেসবুকে সে কথাটি তিনি ভক্তদের জানিয়ে দেন।

অভিনেত্রী লেখেন, ‘কাজ করতেই হবে তাই টিকা নিয়েছিলাম। আফসোস, শেষ রক্ষা হলো না’

করোনা ছড়িয়ে পড়ায় মানুষের সচেতনতার অভাবের বিষয়েও আক্ষেপ করেন এই অভিনেত্রী। বলেন, ‘এর অন্যতম কারণ আমাদের সচেতনতার অভাব। অনেকেরেই ঘুষঘুষে জ্বর হচ্ছে। যাদের হচ্ছে, তারা ওষুধ খেয়ে দুইদিন বাড়িতে থাকছে। জ্বর সামান্য কমলেই কাজে যোগ দিচ্ছেন। তারা কখনও ভাবেও না এর থেকে কত দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে।’

টালিপাড়া নিয়ে বলেন, ‘এখানে অনেকে রোগ লুকিয়ে কাজ করছেন। ফলে দিন দিন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’

এর মধ্যেই টালিউডে আরো আক্রান্ত হয়েছেন অনুশ্রী দাস, জয়শ্রী মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, শ্রুতি দাসসহ আরো অনেকেই।

এ বিভাগের আরো খবর