‘বহত প্যায়ার কারতিহে তুমকো সানাম’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘তুঝে আপনা বানা নেকি কাসাম খায়ি হ্যায়’, ‘আয়ে হো মেরি জিন্দেগি মে তুম বাহার বানকে’ শিরোনামের গানগুলো ভারতে তো বটেই বাংলাদেশেও অনেক জনপ্রিয়।
গানগুলো পরিচিত হলেও এর সংগীত পরিচালককে অনেকেই চেনেন না। গানগুলোর সংগীত পরিচালক একজন নন। তারা হলেন নাদিম ও শ্রাবণ। জুটি হয়ে কাজ করতেন তারা।
এই জুটি ভেঙেছে। তবে রাগ বা অভিমান থেকে নয়। মৃত্যু এই জুটি ভেঙে দিয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রাবণ। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার রাতে মারা যান শ্রাবণ।
জুটি হয়ে তারা উপহার দিয়েছেন আশিকি, দিল হ্যায় কি মানতা নেহি, সাজান, ফুল ওর কাটে, সাড়াক, হাম হ্যায় রাহি পেয়ার কে, দিলওয়ালে, রাজা হিন্দুস্থানী, ধাড়কান, ইয়ে দিল আশিকানা, হাম তুমহারে হ্যায় সানাম, দিল কা রিস্তাসহ আরও অনেক হিন্দি ছবির গান।
শ্রাবণের বয়স হয়েছিল ৬৬ বছর। তার স্ত্রী-পুত্রও করোনায় আক্রান্ত। ভর্তি আছেন অন্য হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিছু দিন আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন শ্রাবণ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শরীরে একাধিক রোগ থাকায় শ্রাবণের অবস্থা ছিল আশঙ্কাজনক। শেষ কয়েকদিন আইসিইউতে রেখেও শেষরক্ষা হলো না।