দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এ ঢেউয়ে আক্রান্ত আর মৃতের সংখ্যা বেড়ে চলছে। এ থেকে নিস্তার পাচ্ছেন না কোনো পেশার মানুষ। এরই মধ্যে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেক তারকা।
এমন অবস্থায় দেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা মনে করছেন, করোনার মহামারি ঠেকাতে প্রয়োজনে সরকারের কারফিউ কার্যকর করা উচিত।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে এমন মতামত ব্যক্ত করেছেন তিনি।
সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘লকডাউন আরও দৃঢ় ও জোরালো করা উচিত। আমরা এখনও মহামারির ভয়াবহতার সম্মুখিন হইনি। তবে আমাদের আচরণ সেদিকেই নিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজনে সরকারের কারফিউ কার্যকর করা উচিত। জীবন আগে।’
গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পরদিনই টিকা নেন এ অভিনেত্রী।
সেই সময় টিকা নেয়ার একটি ছবি ফেসবুকে পোস্ট করে সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘ভ্যাকসিন নিয়ে ফেললাম। এমন উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ।’