বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হলিউডকে যেভাবে নাম শেখালেন প্রিয়াঙ্কা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ এপ্রিল, ২০২১ ১১:৫৮

কোয়িান্টিকোর উদাহারণ দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি কোয়ান্টিকোতে অভিনয়ের সময় ভারতীয় হয়ে থাকতে পরছিলাম না। কারণ হলিউডের কাছে এই পরিচয় একদমই অচেনা বা গারুত্বহীন।’

সিনেমার অঘোষিত তীর্থস্থান যেন হলিউড। সেখানে যেতে চান চলচ্চিত্র অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক, ক্রুসহ সংশ্লিষ্ট সবাই। কিন্তু জায়গাটা এত সহজ না। সেখানে যেতে এবং টিকে থাকতে পার করতে হয় নানা ঘাত-প্রতিঘাত।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিন বছর ধরে তিনি হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তার স্বামী যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও অভিনেতা। নিকের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই হলিউডে কাজ শুরু করেন প্রিয়াঙ্কা। তিনি বলিউডের একমাত্র শিল্পী, যিনি এখন দাপিয়ে বেড়াচ্ছেন হলিউড।

সাত-আট বছর ধরে হলিউডে কাজ করছেন প্রিয়াঙ্কা। গিয়েছিলেন গান করতে। পিপবুলের সঙ্গে তার গান প্রকাশ হওয়ার পর পরই জনপ্রিয় টিভি শো কোয়ান্টিকোতে জায়গা করে নেন তিনি। অভিনয় করেছেন অনেক সিনেমাতেও।

এতকিছুর পরও মনের মতো কাজ করতে পারছিলেন না প্রিয়াঙ্কা। এই অভিনেত্রী মনে করেন, সেটা তিনি এখনও পারছেন না। এর অন্যতম কারণ জাতিগত অস্পষ্টতা বা বর্ণ বৈষম্য। নিজেই এ কথা জানিয়েছেন সম্প্রতি।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি হলিউডের মেইনস্ট্রিমে কাজ করতে গিয়ে জাতিগত অস্পষ্টতা বা বর্ণ বৈষম্যের শিকার হয়েছি।’

প্রিয়াঙ্কার নাম ও নামের উচ্চারণ নিয়েও ঝামেলায় পরতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমার নামের ‘চোপড়া’ অংশটি কেউ উচ্চারণ করতে পারছিল না। তখন আমি তাদের বললাম, তোমরা যদি ‘অপরা’ উচ্চারণ করতে পার, তাহলে ‘চোপড়া’ শব্দটিও উচ্চারণ করতে পারবে। এইভাবে তাদেরকে আমার নাম বলা শিখিয়েছি।’

কোয়ান্টিকোর উদাহারণ দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি কোয়ান্টিকোতে অভিনয়ের সময় ভারতীয় হয়ে থাকতে পরছিলাম না। কারণ হলিউডের কাছে এই পরিচয় একদমই অচেনা বা গুরুত্বহীন।’

সম্প্রতি বলিউডের আরেক অভিনেতা কবির বেদির আত্মজীবনীর মোড়ক উন্মোচন করেন। সেই অনুষ্ঠানে এসব কথা বলেন প্রিয়াঙ্কা চোপড়া।

এ বিভাগের আরো খবর