নব্বই মিনিটের অস্কার আয়োজনের বিভিন্ন ধাপ উপস্থাপনা করবেন চারজন আমেরিকান অভিনয়শিল্পী। তার হলেন অভিনেত্রী আরিয়ানা ড্যবোজ, অভিনেতা কোলম্যান ডমিঙ্গো, অভিনেতা লিল রেল হাওয়ারি এবং অভিনেতা অ্যান্ড্রু র্যানেলস।
এই চার জনের মধ্যে আরিয়ানা ড্যবোজ ও লিল রেল হাওয়ারি থাকবেন উৎসবের প্রথম ধাপে। এই অংশের নাম ‘অস্কারস-ইনটু দ্য স্পটলাইট’। আর শেষ ধাপে থাকবেন কোলম্যান ডমিঙ্গো ও অভিনেতা অ্যান্ড্রু র্যানেলস। ‘অস্কারস-আফটার ডার্ক’ নামের একটি আলোচনা পর্ব সঞ্চালনা করবেন তারা।
অস্কারের থাকবে পাঁচটি মৌলিক গানের পরিবেশনা এবং এই সবগুলোই ৯৩তম আসরে মনোনয়ন পাওয়া।
‘ফাইট ফর ইউ’ গাইবেন আমেরিকান নারী কণ্ঠশিল্পী ও গীতিকার এইচ.ই.আর.। বৃটিশ কণ্ঠশিল্পী ও গীতিকার চেলেসটি ওয়েইট পরিবেশিন করবেন ‘হেয়ার মাই ভয়েস’ গানটি। তার সঙ্গে থাকবেন বৃটিশ সুরকার ড্যানিয়েল পেমবার্টন।
আমিরকান কণ্ঠশিল্পী ও অভিনেতা লেসলি ওডম জুনিয়র পরিবেশন করবেন ‘স্পিক নাউ’ গানটি। ‘ইয়ো সি’ গানটি গাইবেন লরা পাউজিনি ও ডায়ান ওয়ারেন। এছাড়া ‘হুসাভিক’ শিরোনামের গান শোনা যাবে মলি স্যানডেনের কণ্ঠে।
অস্কার আয়োজনের প্রযোজক জেসি কলিন্স জানিয়েছেন, ‘হুসাভিক’ গানটি রেকর্ড হবে আইসল্যান্ডে। আর লস এঞ্জেলেসে ডলবি ফ্যামিলি ট্যারেস অব দ্য অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচারে রেকর্ড হবে বাকি চারটি গান।
এছাড়াও আরও অনেক চমকের কথা জানিয়েছেন প্রযোজক। যা এবারের অস্কারেই প্রথম দেখতে পাবেন দর্শকরা। আগ্রহ ধরে রাখতে চমকপ্রদ আয়োজন সম্পর্কে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।