বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে ইউটিউবে আসছে নাটকের সিরিজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ এপ্রিল, ২০২১ ০৮:৫৭

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমরা সবাই মিলে পারিবারিক বন্ধনগুলোকে কেন্দ্র করে নতুন নাটকগুলো নির্মাণ করেছি। তাই সিরিজটির নাম রেখেছি ফ্যামিলি এক্সপ্রেস।’

ঈদকে কেন্দ্র করে ইউটিউবের জন্য নির্মিত হয়েছে ছয়টি নাটকের সিরিজ ‘ফ্যামিলি এক্সপ্রেস’। নামকরা নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা নির্মাণ করেছে সিরিজটি।

তবে এবার সরাসরি পরিচালনায় নেই রাজ। অ্যাডভাইজরি পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। সব নাটকের কনসেপ্ট রাজের। আর এগুলো পরিচালনা করেছেন তার সহকারী পরিচালকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নাটক ছয়টি হলো অ্যাওয়ার্ড, ব্রাদার অ্যান্ড সিস্টার, সিকিউরিটি গার্ড, ইয়েস নো ভেরি গুড, ইমপসিবল এবং পেপার গার্ল।

সিরিজটি প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমার সহকারী পরিচালকদের আমি পরিবারের সদস্যই ভাবি। আমরা সবাই মিলে পারিবারিক বন্ধনগুলোকে কেন্দ্র করে নতুন নাটকগুলো নির্মাণ করেছি। তাই সিরিজটির নাম রেখেছি ফ্যামিলি এক্সপ্রেস।’

গল্পের প্রয়োজনে নাটকগুলোতে ব্যবহার হয়েছে কয়েকটি গান। এগুলো লিখেছেন জনি হক, মাহমুদ মানজুর, রাশেদ রাব্বি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, মার্সেল, সৈয়দ নাফিস। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, মার্সেল, সৈয়দ নাফিস, এমএনইউ রাজু। একটি গানের কথা, সুর ও কণ্ঠ রবিনের।

আসন্ন ঈদুল ফিতরে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে একে একে মুক্তি পাবে ‘ফ্যামিলি এক্সপ্রেস’ সিরিজের নাটক ছয়টি।

এ বিভাগের আরো খবর