করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত হচ্ছে লক্ষাধিক মানুষের দেহে। আক্রান্ত হওয়া থেকে বাদ যাচ্ছে না কোনো শ্রেণি-পেশার মানুষ।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের বেশ কিছু তারকা। বাদ যাচ্ছেন না টলিউড তারকারাও।
মঙ্গলবার দুপুরে নিজের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন টলিউডের সুপারস্টার জিৎ। এরপরই খবর এলো করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি।
ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে নিজেই এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী। তবে তার শিশুসন্তান সুরক্ষিত আছেন বলেও জানিয়েছেন তিনি।
শুভশ্রী লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে এবং সে তার কেয়ারটেকারের জিম্মায় আছে।’
স্বামী পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুরে রয়েছেন উল্লেখ করে শুভশ্রী লেখেন, ‘আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি এবং সব রকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে।’
সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজ করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সবাই সুরক্ষিত থাকুন।’
২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী। গত বছরের ১২ সেপ্টেম্বর ছেলেসন্তানের মা হন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দুটি সিনেমায় অভিনয় করেন শুভশ্রী। বাংলাদেশেও রয়েছে তার অনেক ভক্ত।