বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভয়-ডরহীন নুদরাত হয়ে পর্দায় আসছেন মিথিলা

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ১৪:১৯

সাদা কালো একচোখা ছবিটিতে নুদরাতকে দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভেজা। তার চোখে মুখে রাগ-ক্রোধ। ছবিটি পোস্ট করে এর একটি ক্যাপশন দিয়েছেন মিথিলা। লিখেছেন, ‘এ হলো নুদরাত। যে কখনও ভয় পায় না।’

অভিনত্রী, মডেল ও উন্নয়ন কর্মী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা অমানুষ। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। সিনেমায় নুদরাত চরিত্রে অভিনয় করছেন মিথিলা।

প্রথম সিনেমায় কীভাবে ধরা দেবেন মিথিলা, তা জানার আগ্রহ আছে দর্শকদের। সেই আগ্রহ কিছুটা মিটিয়েছেন অভিনেত্রী নিজেই। ফেসবুক পেজে নুদরাত চরিত্রের একটি ছবি পোস্ট করেছেন মিথিলা।

সাদা কালো একচোখা ছবিটিতে নুদরাতকে দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভেজা। তার চোখে মুখে রাগ-ক্রোধ। ছবিটি পোস্ট করে এর একটি ক্যাপশন দিয়েছেন মিথিলা। লিখেছেন, ‘এ হলো নুদরাত। যে কখনও ভয় পায় না।’

অমানুষ সিনেমার নব্বই শতাংশ দৃশ্যধারণ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। লকডাউনের কারণে সিনেমার শুটিং বন্ধ আছে। আর পাঁচ দিনের মতো শুটিং করলেই শেষ হবে সিনেমার কাজ।

অমানুষ সিনেমার পরিচালক অনন্য মামুন ও অভিনেত্রী মিথিলা

সিনেমায় কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করছেন নীরব। তার চরত্রটিও বিচিত্র। অন্যরকম এক লুক নিয়ে তিনিও আসবেন শিগগিরই।

এ বিভাগের আরো খবর