বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের মা-বাবার বিবাহবার্ষিকী ছিল ১৯ এপ্রিল, মঙ্গলবার। বিশেষ এদিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবি পোস্ট করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
ওই টুইটবার্তায় রিটুইট (কমেন্ট) করে মা-বাবার প্রেমের গল্প জানিয়েছেন কঙ্গনা।
তিনি লেখেন, ‘আজ আমার মা-বাবার বিবাহবার্ষিকী। জন্মের পর থেকে একটা মিথ্যা শুনে বড় হয়েছি যে, তাদের বিবাহ হয়েছিল পারিবারিকভাবে। কিন্তু অনেক পরে নানি সত্যটা জানিয়ে বলেন, অদম্য প্রেম ছিল তাদের (মা-বাবা)।
‘কলেজ থেকে মা ফেরার পথে একটি বাসে তাকে প্রথম দেখেন বাবা। এরপর থেকে তার (মা) নজরে পড়ার আগ পর্যন্ত প্রতিদিনই ওই বাসে চড়তেন বাবা।’
মা-বাবার প্রণয় ও পরিণয়ের গল্প নিয়ে কঙ্গনা লেখেন, ‘বাবার নামডাক ছিল না। তিনি (বাবা) বিয়ের প্রস্তাব নিয়ে গেলে নানাজি নির্দয়ভাবে তা ফিরিয়ে দেন। মায়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র ঠিক করেছিলেন নানা।’
অভিনেত্রী আরও লেখেন, ‘তিনি (মা) খুব আদরের মেয়ে ছিলেন, যাকে তিনি (নানা) ডাকতেন “গুড্ডি” বলে। তবে মা সব বাধা পেরিয়ে নানাকে রাজি করাতে পেরেছিলেন। সে জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী।’
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ পাওয়া অভিনেত্রী কঙ্গনার ক্যারিয়ার শুরু ২০০৬ সালে। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী ‘গ্যাংস্টার’, ‘ওহ লামহে’সহ বেশ কিছু দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন।
কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। তবে ভারতে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে।
ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।