ফ্রান্সের মিউজিক্যাল ফিল্ম অ্যানেথ প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের। ৬ জুলাই ফ্রান্সের কান শহরে শুরু হচ্ছে উৎসব, চলবে ১৭ জুলাই পর্যন্ত।
অ্যানেথ সিনেমার মাধ্যমে নয় বছর পর কানে ফিরছেন ফ্রান্সের চলচ্চিত্র পরিচালক লিউস ক্যারাক্স। এর আগে ২০১২ সালে ক্যারাক্সের হোলি মটর্স সিনেমাটি ছিল প্রতিযোগিতা বিভাগে।
৭৪তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগেও আছে অ্যানেথ সিনেমাটি। এতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার ও ম্যারিয়ন কোটিলার্ড। রোমান্টিক মিউজিক্যাল ফিল্মটি পরিচালকের প্রথম ইংরেজি ভাষার সিনেমা।
অ্যানেথ সিনেমাটি ৬ জুলাই কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পাশাপাশি একইদিনে মুক্তি পাবে ফ্রান্সের প্রেক্ষাগৃহে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বিখ্যাত স্পার্কস ব্যান্ড।
এবারের উৎসবে জুরি প্রধানের দায়িত্ব পালন করবে আমেরিকান চলচ্চিত্র পরিচালক স্পাইক লি।