দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ভালোবেসে ভক্তরা তাকে ডাকে মেহু বলে। আজ (১৯ এপ্রিল) তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। কত তম? কথায় আছে, নায়িকার বয়স জানতে নেই।
তবুও উইকিপিডিয়ার কল্যানে জানা গেল, আজ মেহুর ৩০ পাড়ি দিলেন। তার কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কারণ মেহু ফোন ধরছেন না। হয়তো জন্মদিনে কারও ফোন ধরবেন না বলে ঠিক করেছেন। হয়তো শুধু পরিবারকেই সময় দেবেন আজ।
অবশ্য তাতে কী! মেহুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তার ভক্তরা। দেশের নামকরা অভিনয়শিল্পী, পরিচালকরাও ফেসবুক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।
কোভিডের কারণে সারা দেশে চলছে লকডাউন। এরমধ্যে অনেক আয়োজন করে প্রিয় অভিনত্রীর জন্মদিন পালনের সুযোগ নেই। তাতে কী হয়েছে! ভক্তরা অন্য উপায়ে চমকে দিয়েছেন মেহজাবিনকে।
প্রিয় অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে ভক্তরা তাদের ফেসবুক (এফবি) একাউন্টের ডিসপ্লে পিকচারের (ডিপি) জায়গায় নিজের ছবির পরিবর্তে ব্যবহার করেছে মেহজাবিনের ছবি। তার সঙ্গে লিখেছেন শুভেচ্ছা বার্ত।
এমন ভক্তের সংখ্যা কম না। মেহজাবিন তার ফেসবুক পেজে পরিবর্তিত সেসব একাউন্টের ছবিগুলোর কোলাজ করা ছবি পোস্ট করেছেন। সেখানে ৪৮টি একাউন্টের ছবি পাওয়া গেছে।
ছবিগুলো পোস্ট করে মেহজাবিন ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভক্তরা যে কোনো উপায়ে আমার জন্মদিন বিশেষ করে তোলে।’ এক ঘণ্টায় এই পোস্টে রিয়্যাকশন দিয়েছেন ২৭ হাজার মানুষ। কমেন্ট করেছেন ৩ হাজার একশ জন।
মন্তব্যকারীদের সবাই বিভিন্নভাবে মেহজাবিনকে জন্মদিনের শুভেচ্ছা জানয়েছেন। অনেকে আবার ডিপি পরিবর্তন করেও মেহজাবিনের কোলাজ করা ছবিতে জায়গা না পেয়ে দুঃখ প্রকাশ করেছেন।
শুধু ছবির কোলাজ নয়, জন্মদিন উপলক্ষ্যে ভক্তরা সাড়ে ছয় মিনিটের একটি ভিডিও কনটেন্ট নির্মাণ করেছেন ভক্তরা। যেখানে ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়া থেকে এখনকার সময়ের কর্মজীবন উঠে এসেছে।
ভিডিওটির শেষে ভক্তরা লিখেছেন, ‘শুভ জন্মদিন ড্রামা কুইন মেহজাবিন চৌধুরী।’ এই ভিডিওটিও ফেসবুক পেজে শেয়ার করেছেন মেহু।
মেহজাবিনের জন্ম চট্টগ্রামে। তবে তার শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতে। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর নাটকে অভিনয় শুরু করেন তিনি। আর এখন তিনি দেশীয় নাটকের শীর্ষ অভিনেত্রী। ২০২০ সালে তিনি নাম লিখিয়েছেন গল্পকার হিসেবেও। থার্ড আই তার লেখা প্রথম নাটকের গল্প।
অনেক নাটকে অভিনয় করলেও সিনেমায় এখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে। একাধিকবার সিনেমায় যুক্ত হয়েও কাজগুলো করা হয়নি। বিষয়টি নিয়ে মেহজাবিনের ভক্তদের মধ্যে কিছুটা কষ্ট রয়েছে।