বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কার্তিককে আত্মহত্যায় বাধ্য কোরো না, করণকে কঙ্গনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ এপ্রিল, ২০২১ ১০:৩৫

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে উদারহণ টেনে কঙ্গনা আরও লেখেন, ‘সুশান্তের মতো তাকেও আত্মহত্যা করতে বাধ্য কোরো না। শকুনেরা, দয়া করে তাকে একা থাকতে দাও।’

বলিউডের প্রভাবশালী প্রযোজক-পরিচালক করণ জোহর প্রযোজিত সিনেমা দোস্তানা ২। সিনেমায় অভিনয়ের কথা ছিল কার্তিক আরিয়ানের। কিন্তু সম্প্রতি সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করণের প্রযোজনা প্রতিষ্ঠানের অভিজ্ঞ সব চিত্রনাট্যকারদের করা চিত্রনাট্যের কিছু অংশ নাকি ভালো লাগেনি কার্তিকের। সেই অংশগুলো পরিবর্তন করতে বলেছিলেন নায়ক। আর তাতেই চটে গেছেন করণ।

কার্তিক বা করণ কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে সিনেমা থেকে কার্তিককে বাদ দেয়া ও নতুন নায়ক নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে করণের ধর্ম প্রোডাকশন থেকে।

সেই আনুষ্ঠানিক ঘোষণা পত্রটি টুইটারে শেয়ার করে করণকে এক হাত নিয়েছেন বলিউড নায়িকা কঙ্গনা রানাউত।

দোস্তানা ২ সিনেমায় কার্তিক আরিয়ানের (বাঁয়ে) জায়গায় অভিনয় করবেন নতুন কেউ। ছবি: সংগৃহীত

তিনি লিখেছেন, ‘কার্তিক তার যোগ্যতায় অনেক দূর এসেছে। আগামীতেও সে যা করবে একাই করবে। শুধু পাপা জো (করণ জোহর) এবং তার নোপো গ্যাং ক্লাব (নেপোটিজমের গ্যাং)-কে অনুরোধ করছি, ওকে ছেড়ে দাও, একা থাকতে দাও।’

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে উদারহণ টেনে তিনি আরও লেখেন, ‘সুশান্তের মতো তাকেও আত্মহত্যা করতে বাধ্য কোরো না। শকুনেরা, দয়া করে তাকে একা থাকতে দাও।’

দোস্তানা ২ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। সিনেমাটি পরিচালনা করছেন কলিন ডি’কুনহা।

এ বিভাগের আরো খবর