ভারতের নামজাদা চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানসালি। যার সিনেমা মুক্তির কথা থাকলেই বিতর্কও যেন আসে পিছু পিছু। একইসঙ্গে বানসালি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেই তা দেখার জন্য অপেক্ষা শুরু হয়ে যায় দর্শকদের।
বানসালি পরিচালিত নতুন সিনেমা গাঙ্গুবাই কাথিয়াওয়াদি। মুক্তির প্রতীক্ষায় আছে সিনেমাটি। এই সিনেমাটি নিয়েও হয়েছে কোর্ট-কাচারি। বড় পর্দাতেই সিনেমাটি মুক্তির কথা আছে। করোনার কারণে থমকেও আছে সেই সম্ভাবনা।
সম্প্রতি মুম্বাইয়ের সংবাদমাধ্যম দাবি করেছে, বড় পর্দায় মুক্তি নাও পেতে পারে আলিয়া ভাট অভিনীত ও বানসালি পরিচালিত সিনেমা গাঙ্গুবাই কাথিওয়াদি। লোভনীয় প্রস্তাব পেয়ে নাকি ওটিটিতে মুক্তি দেয়ার পদক্ষেপ নিয়েছেন পরিচালক ও প্রযোজক।
সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বানসালির কাছে ওটিটি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ৩০ জুলাই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি কথা থাকলেও তা নাকি অসম্ভব হয়ে যাচ্ছে।’
রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই, ব্রহ্মাস্ত্র, সূর্যবংশীয়-এর মতো বড় বাজেটের সিনেমাও আটকে আছে করোনার কারণে। সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সূর্যবংশীয় সিনেমার মুক্তি আপাতত বন্ধ রেখেছেন রিচালক রোহিত শেট্টি।
বেশ কিছুদিন আগে বলিউড ভাইজান সালমান খান তার বক্তব্যে জানিয়েছিলেন, যদি করোনা পরিস্থিতি এমনই থাকে তাহলে তার রাধে সিনেমাটির মুক্তি পরিকল্পনা করতে হবে ২০২২ সালের ঈদে।
এখন দেখার অপেক্ষা সঞ্জয় লীলা বানসালি কোন মাধ্যমকে বেছে নেন। কিছু বড় বাজেটের সিনেমা অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিতে না চাইলেও এখন ওটিটিকেই সবাই বিকল্প হিসেবে ভরসা করছে।