আবারও কিছু বোঝাতে চাইছেন নুসরাত। কী বোঝাতে চাইছেন, সেটা বের করতে ভক্তদের কর্মকাণ্ডে উত্তপ্ত নেট দুনিয়া। পঞ্চম দফা নির্বাচনের আগে রাজনীতি থেকে নেটিজেনদের পুরো নজর এখন নুসরাতের মনের রাজনীতিতে।
নুসরাত জাহানের এক ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে এত হইচই। এবার তিনি পোস্ট করেছেন দুটি টুথব্রাশ। তাতে আবার পেস্ট লাগানো। এই ছবির মাধ্যমে কী বোঝাতে চাইছেন নায়িকা ও তৃণমূলের এই সাংসদ?
সকালে ঘুম থেকে উঠে দুজন মিলে দাঁত পরিষ্কার করতে যাচ্ছেন! কিন্তু কার সঙ্গে? সেটা অবশ্য পরিষ্কার করেন নি নুসরাত। এ বিষয়ে অনেক সেয়ান তিনি। ইনস্টাগ্রামের আরেক পোস্টে লেখা নুসরাত জাহানের জীবনে ‘নায়ক’ কে? ‘খলনায়ক’ই বা কে? এই প্রশ্ন তুলেছেন নুসরাত নিজেই।
এ কথা তো নতুন কিছু নয় যে, নুসরাত ও যশকে নিয়ে গুঞ্জন চলছে। ভারতীয় সংবাদমাধ্যম তাদের নাম দিয়েছে ‘যশরাত’। ব্রাশ-পেস্টের ছবি পোস্ট করে তারা কি বোঝাতে চাইছেন যে, তারা এখন এক ছাদের নিচে! তবে এটা এখনও ধারণা।
তবে নেটিজেনদের বরাত দিয়ে কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো বেশ মজা করেই লিখছেন যে, এবার তাহলে নুসরাত স্বীকার করেই নিলেন যে কেউ তার জীবনের নায়ক। আর বোঝাই যাচ্ছে যে তিনি হলেন যশ।
নির্বাচন বা জীবনের অবারিত মাঠে বেশ ভালোই খেলে যাচ্ছেন দুজন। তৃণমূলের সাংসদ নুসরাত প্রেম করছেন বিজেপির যশের সঙ্গে। আবার মাঝে মাঝে রহস্যে ফেলে উত্তপ্ত করছে নেট দুনিয়া।