বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভক্তই ঠিক করে দিলেন জুটি ও পরিচালক!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ এপ্রিল, ২০২১ ১৬:০৪

ভক্ত লেখেন, ‘আরিফিন শুভ-তাসনিয়া ফারিন জুটি চাই সিনেমায়। তাসনিয়া ফারিনের সিনেমায় অভিষেক হোক দ্রুত এই কামনা করি। এই দুইজনকে জুটি করে পরিচালক রেদওয়ান রনি সিনেমা বানালে অন্যরকম কিছু হবে আমাদের সিনেমায়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন ভক্তদের কাছ থেকে সরাসরি খবর পান অভিনয়শিল্পীরা বা পরিচালকরা। শিল্পী ও পরিচালকদের নিজস্ব পেজে বা বিভিন্ন গ্রুপে এখন ভক্ত-দর্শকরা যুক্ত থাকেন এবং বিভিন্ন মতামত দেন।

কোন অভিনয়শিল্পীকে কোন ধরণের সিনেমা বা চরিত্রে দেখতে চান, কাদের একসঙ্গে দেখতে চান বা কোন পরিচালকের কাছ থেকে কেমন সিনেমা প্রত্যাশা করেন, তার সবই এখন ভক্ত-দর্শকরা সরাসরি জানান সেইসব পেজ বা গ্রুপে।

বাংলা সিনেমার জনপ্রিয় গ্রুপ বাংলা চলচ্চিত্র। ২ লাখ ৯৬ হাজারেরও বেশি সদস্য আছে এই গ্রুপে। এরা প্রায় সবাই সিনেমাপ্রেমী এবং নিয়মিত সিনেমার খোঁজ রাখেন।

এদেরই একজন এবার গ্রুপটিতে একটি অনুরোধ জানিয়েছেন। অনুরোধটি হলো, আরিফিন শুভ এবং তাসনিয়া ফারিনকে জুটি হিসেবে দেখতে চান তিনি। আর এই জুটিকে নিয়ে সিনেমা নির্মাণের জন্য তিনি অনুরোধ করেছেন আইসক্রিম খ্যাত পরিচালক রেদওয়ান রনিকে।

শুভ-ফারিন জুটি নিয়ে সিনেমা করতে রেদওয়ান রনির কাছে ভক্তের আবেদন। ছবি: সংগৃহীত

তিনি লেখেন, ‘আরিফিন শুভ-তাসনিয়া ফারিন জুটি চাই সিনেমায়। তাসনিয়া ফারিনের সিনেমায় অভিষেক হোক দ্রুত এই কামনা করি। এই দুইজনকে জুটি করে পরিচালক রেদওয়ান রনি সিনেমা বানালে অন্যরকম কিছু হবে আমাদের সিনেমায়।’

এরপর রনিকে অনুরোধ করে তিনি লেখেন, ‘রেদওয়ান রনি প্লিজ ভাইয়া আপনার নতুন সিনেমা দেখতে চাই।’

এই পোস্টে কমেন্ট করেছেন পরিচালক রেদওয়ান রনি। তিনি আসলেই শুভ-ফারিন জুটিকে নিয়ে সিনেমা করবেন কি না, তা পরিস্কার করেননি। তবে ভক্তের এই কাজে মজা পেয়েছেন বলে মনে হচ্ছে। কারণ দুই শব্দের কমেন্টে তিনি লেখেন, ‘হা হা, ধন্যবাদ।’

আবেদনের পোস্টে নির্মাতা রেদওয়ান রনির আবেদন। ছবি: সংগৃহীত

পোস্টে এখন পর্যন্ত কমেন্ট পড়েছে ৩৪টি। সেখানে মন্তব্য করেছেন গ্রুপের অন্য সদস্যরা। তবে সেসব মন্তব্যে শুভ-ফারিন জুটি তৈরি হওয়ার বিপক্ষেই অধিকাংশ সদস্য।

জুটির বিপক্ষে থাকা মন্তব্যগুলো এমন-

‘তাসনিয়া ফারিনের অভিনয় ভালো লাগে না। আরও অনেক সময় দরকার।’

‘তাসনিয়া ফারিনের অভিনয় দক্ষতা তেমন একটা ভালো লাগে না! মুটামুটি।’

‘এরা দুইজনে একসঙ্গে কাজ করলে তো কান নষ্ট করে সিনেমা হল থেকে বের হতে হবে দর্শকদের। তাদের দুইজনি তো অতিরিক্ত চিল্লায়। তো এত চিল্লাচিল্লি করলে দর্শকরা টিকতে পারবে সিনেমাহলে?’

আবার এই জুটি ও ফারিনের পক্ষেও আছে মন্তব্য। তবে সংখ্যায় খুব কম। সেই মন্তব্যগুলো হলো-

‘আমারও এই জুটি দেখার ইচ্ছা আছে।’

‘ফারিন বেস্ট।’

‘দুর্দান্ত হবে।’

অনেকে আবার শুভর বিপরীতে মেহজাবিনকে দেখতে চেয়েছেন। তানজিন তিশা ও তাসনুভা তিশার নামও এসেছে দুই-তিন জায়গায়।

এ বিভাগের আরো খবর