তারা দুজনেই বলিউডের খান। কিন্তু ভক্তদের দেয়া টাইটেলে শাহরুখ হলেন বলিউড বাদশাহ আর বলিউড ভাইজান হলেন সালমান খান। দুজনকেই সবাই পছন্দ করেন। তাদের জনপ্রিয়তা দেশ ও দেশের বাইরে।
তবে ভক্তরা তার পছন্দের খানকে এগিয়ে রাখেন সব সময়। দুই খানকে নিয়ে মুখে মুখে হয়তো লড়াইও হয় অনেক। তবে দুই খানের মধ্যে সম্পর্কটা কিন্তু ভাইয়ের মতো। তার প্রমাণ পাওয়া গেল পাঠান সিনেমার কাজ করতে গিয়ে।
দীর্ঘ বিরতির পর শাহরুখ খান ফিরছেন পাঠান সিনেমার মাধ্যমে। সিনেমাটি প্রযোজনা করছে ইয়াশ রাজ ফিল্মস এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করছেন ছবিটি। সিনেমার অধিকাংশ শুটিং শেষ হয়েছে।
সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। অতিথি চরিত্রে অভিনয়ের জন্যই ১০ দিন শিডিউল নেয়া হয়েছিল সালমানের কাছ থেকে। স্বাভাবিকভাবেই প্রযোজক আদিত্য চোপড়া বাজেটে সালমানের পারিশ্রমিক ধরে রেখেছিলেন।
কিন্তু পারিশ্রমিক নিয়ে সালমানের সঙ্গে আলাপ করতে গিয়ে ভাইজানের রূপ দেখলেন আদিত্য। শুটিংয়ের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আদিত্য পারিশ্রমিকের কথা তুলতেই সালমান বলেছেন, ‘শাহরুখ আমার ভাইয়ের মতো। ওর জন্য যেকোনো কিছুই করতে পারি।’
শুধু তাই নয়, সালমান আদিত্যকে আরও পরামর্শ দিয়েছেন। সালমানকে যে টাকাটা দিতে চেয়েছিলেন আদিত্য, সেটি যেন পাঠান ও টাইগার সিনেমার বাজেটের মধ্যে ভাগ করে দেয়া হয়।
এ কথা শুনে আপ্লুত হয়েছেন শাহরুখ খান। সালমানের এমন কথা বলেছেন জানতে পেরে শাহরুখ বলেছেন, ‘ভাই তো ভাইই’। পারিশ্রমিক না দিতে পারলেও আদিত্য ভাবছেন সালমানকে একটি দামি উপহার দেবেন।
পাঠান সিনেমাটি মূলত স্পাই ঘরানার সিনেমা। যেখানে শাহরুখের পাশাপাশি টাইগার চরিত্রে অতিথি চরিত্রে হাজির হবেন সালমান আর ওয়ার সিনেমার কবির চরিত্র নিয়ে কিছুক্ষণের জন্য পর্দায় আসবেন হৃত্বিক।