মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল। ১৫ এপ্রিল সন্ধ্যায় হাতিরপুলে নিজ বাসায় মারা যান তিনি।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রকর্মী বেলায়াত হোসেন মামুন।
করোনায় আক্রান্ত হয়ে ১১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সাজেদুল আউয়াল। করোনা নেগেটিভ হয়ে ১৯ মার্চ বাসায় ফেরেন। ভালোই ছিলেন।
বেলায়াত হোসেন মামুন জানান, সাজেদুল আউয়াল করোনা নেগেটিভ হয়ে বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই নাকি তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাসপাতালে যাবার প্রস্তুতি নিতে নিতেই সব শেষ।
ছিটকিনি নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি। দেশের চলচ্চিত্র সংসদ ও নাট্য আন্দোলনের অগ্রগণ্য কর্মী ছিলেন সাজেদুল আউয়াল।
দেশের চলচ্চিত্র গবেষণায়ও তার অবদান অনেক। চলচ্চিত্র বিষয়ে বেশ কটি বই রয়েছে। যার মধ্যে কয়েকটি চলচ্চিত্র অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে।
সাজেদুল আউয়াল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্ছিত্র ছিটকিনির পোস্টার। ছবি: সংগৃহীত
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ এবং বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটে শিক্ষক ছিলেন সাজেদুল আউয়াল।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্ভানা নির্মাণের মধ্য দিয়ে ১৯৯৯ সালে তার কাজ শুরু।