করোনায় আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার অক্সিজেন লেভেল হঠাৎ করেই কমে গেছে।
বিষয়টি সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জানিয়েছেন কবরীর ছেলে শাকের চিশতি।
তিনি বলেন, ‘মায়ের শরীর হঠাৎ করেই খারাপ হয়েছে। তার অক্সিজেন লেভেল ওঠা নামা করছে। তার আরও ভালো চিকিৎসা দরকার কি না সেটা আমরা এখনও জানি না।’
করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরীকে ৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে ৮ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় কবরীকে।
১৯৬৪ সালে ‘সুতরাং’ নামে একটি সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। অভিনয়ের পাশাপাশি এখন সিনেমার প্রযোজনা ও পরিচালনাও করছেন তিনি।