বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইংল্যান্ডের স্কুলসংগীতের পাঠ্যক্রমে ‘মুন্নি বদনাম হুয়ি’

  •    
  • ১৫ এপ্রিল, ২০২১ ১০:১৪

২০১০ সালে বলিউডের জনপ্রিয় সিনেমা ছিল ‘দাবাং’। এটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের সুপারস্টার সালমান খান। সিনেমাটির সঙ্গে সঙ্গে এটির গানগুলোও পায় ব্যাপক জনপ্রিয়তা। গানটির দৃশ্যায়নে ছিলেন মালাইকা অরোরা।

ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনের (ডিএফই) নতুন সংগীত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে বলিউডের জনপ্রিয় আইটেম সং ‘মুন্নি বদনাম হুয়ি’।

ভারতীয় সংগীতের যে বৈচিত্র্যময়তা সেটা বোঝাতেই বেশ কয়েকটি গানের সঙ্গে ‘দাবাং’ সিনেমার এই গানটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া আরও অন্তর্ভুক্ত করা হয়েছে কিশোরী আমোনকারের ‘সহেলি রে’, অনুষ্কা শঙ্করের ‘ইন্ডিয়ান সামার’, এআর রাহমানের ‘জয় হো’।

সংগীতের উল্লেখযোগ্য অংশ হিসেবে এই গানগুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সেখানকার স্থানীয় গণমাধ্যম।

বিশ শতকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী ছিলেন কিশোরী আমনকার।

তিনি বলেছিলেন, ‘আমার কাছে, এটি (সংগীত) আধ্যাত্মিকতার সঙ্গে কথোপকথন, যা এই বিশ্ব চরাচরের সঙ্গে সূত্র স্থাপনে সাহায্য করে।’

রবি শঙ্কর এবং অনুষ্কা শঙ্করের যন্ত্রসংগীতও একই রকম গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে এই স্কুলের নির্দেশিকায়।

২০১০ সালে বলিউডের জনপ্রিয় সিনেমা ছিল ‘দাবাং’। এটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের সুপারস্টার সালমান খান। সিনেমাটির সঙ্গে সঙ্গে এটির গানগুলোও পায় ব্যাপক জনপ্রিয়তা। গানটির দৃশ্যায়নে ছিলেন মালাইকা অরোরা।

এই গানের অন্তর্ভুক্তি কেন করা হলো সেই সম্পর্কে নির্দেশিকায় বলা হয়েছে, ‘বলিউডের সিনেমায় আইটেম গানের গুরুত্ব আছে।’

নির্দেশিকায় আরও বলা হয়েছে সংগীতের দ্রুত লয়, মনভোলানো দৃশ্যপট ও লাস্যময়ী নাচের জন্য এই গানটি দর্শকদের মনে গেঁথে গিয়েছে।

এদিকে আন্তর্জাতিক মহলে বলিউডি গান বোঝাতে ‘মুন্নি বদনাম হুয়ি’-কে বেছে নেয়ায় বেজায় উচ্ছ্বসিত মালাইকা অরোরা।

এ বিভাগের আরো খবর