গত সপ্তাহেই কাশ্মীরের গুলমার্গে বেড়াতে গিয়েছেন সারা আলি খান। সঙ্গে ছিলেন মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম। বেড়াতে গেলে বেশিরভাগ সময় সারার সঙ্গে থাকেন ইব্রাহিম। বলতে গেলে ঘুরতে যাওয়া, পার্টি করাসহ অন্য সব আনন্দেই জুটি হয়ে থাকেন মা, মেয়ে ও ছেলে।
এক সময় বলিউডের রূপালী পর্দার রানি ছিলেন অমৃতা। রূপে-গুণে ছিলেন অনন্য। অমৃতার এখন আর সেই সময় নেই, এখন সময় সারার। প্রথম সিনেমা থেকেই তাকে নিয়ে ব্যাপক উৎসাহ মানুষের। সারাও হতাশ করেন নি, জয় করেছেন মানুষের মন।
সারা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামেও খুব সক্রিয়। ৩২ মিলিয়নের বেশি ফলোয়ার সারার। নানা রকম মজার ভিডিও ও নিজের ছবি শেয়ার করেন নিয়মিত।
সম্প্রতি মায়ের সঙ্গে একটি মজার ভিডিও শেয়ার করেছেন সারা। সেখানে দেখা যাচ্ছে রোপ ওয়েতে মাকে নিয়ে উঠেছেন সারা। ভয়ে গুটিয়ে বসে আছেন অমৃতা।
মাকে দেখিয়ে সারা বলছেন, ‘নমস্তে দর্শকও, দেখুন কী অবস্থা।’
ভিডিওতে মায়ের ভয় পাওয়া মুখ দেখাচ্ছেন তিনি। এই বুঝি পড়ে যাব, এমন একটা আতঙ্ক ধরা পড়েছে অমৃতার মুখে।
মা ও মেয়ের এই দুষ্টু-মিষ্টি ভিডিও দেখে খুব মজা পেয়েছেন সারার ফ্যান-ফলোয়ারেরা। সেটাও বোঝা যাচ্ছে তাদের রিয়্যাক্ট দেখে। ভিডিওটি এ পর্যন্ত ৬ মিলিয়নের বেশি বার দেখেছে সারার ভক্ত-অনুসারিরা।
ভিডিওটির শেষে দেখা যাচ্ছে বরফে উপর বাইক চালাচ্ছেন সারা। ঝিরিঝিরি তুষার পড়ছে আর পিছনে হাসি মুখে বসে আছেন মা অমৃতা।