বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নববর্ষে তারা গাইলেন নতুনের জয়গান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ এপ্রিল, ২০২১ ১৩:৩৯

নতুন বছরে নতুনের জয়গান গাইলেন নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মওলা, রাফিয়াত রশিদ মিথিলা, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম।

ছন্দপতন থেকে ভালো কিছু স্মৃতি কুড়িয়ে হোক আবার পথচলা

এক সুরে হয়ে যাক নতুনের জয়গান

আবার বটের ছায়ায় বসুক জীবনের সব রঙের দোকান

নতুন বছরের উন্মাদনা যেন দেয়াল ঘেঁষা মুকুলভর্তি আমগাছটির মতোই প্রাণবন্ত

প্রাণের তরে মিলুক প্রাণ। হইচই চারিদিক শুভ হোক নববর্ষ

নতুন বছরে নতুনের এই জয়গান গাইলেন তারকারা। নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মওলা, রাফিয়াত রশিদ মিথিলা, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম বলেছেন একেকটি লাইন।

করোনা, মৃত্যু আর লকডাউন মিলিয়ে মন খারাপের দিন চলছে। এর মধ্যেই বাঙালির ঘরে এলো বৈশাখ। ১৪২৮ কে স্বাগত জানানোর চিরচেনা সব উদযাপন চলছে সীমিত পরিসরে। কিন্তু মানুষকে পরাস্ত করা কি এত সহজ?

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভাষায়- কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ। মানুষ মানে এগিয়ে যাওয়া।

বৈশাখের প্রথম দিনে নীল শাড়ি পরা ছবি ফেসবুকে পোস্ট করেছেন জয়া। ছবি: সংগৃহীত

বাংলা নতুন বছরের প্রথম দিনেই শুভেচ্ছা বর্তা দিয়েছেন জয়া। তিনি লিখেছেন, ‘নববর্ষের শুভেচ্ছা সবাইকে। রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন।’

মুসকান জুবেরি চরিত্রে অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহীত

পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিয়ে যার যার অবস্থান থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।

ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচই নববর্ষ উপলক্ষে ভিডিওটি নির্মাণ করেছে। তিশা, শ্যামল, মিথিলা, চঞ্চল, মোশাররফ ছাড়াও ভিডিওরে মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা, আশফাক নিপুন, শাওকী সাইদ, তানিম নূর, অভিনেত্রী বাঁধন ও সানজিদা প্রীতি।

‘একাত্তর’ ওয়েব সিরজে নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

এই অভিনয়শিল্পী এবং নির্মাতাদের সবাই ওয়েব প্ল্যাটফর্মটির কনটেন্টে কাজ করেছে।

এ বিভাগের আরো খবর