বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফারিয়ার রমজান মুবারকে কেন এত শোরগোল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ এপ্রিল, ২০২১ ১৬:২০

রমজানের অন্যতম প্রধান উদ্দেশ্য সংযম বা নিজেকে সংযত রাখা। কিন্তু নায়িকা নুসরাত ফারিয়ার রমজান মুবারক পোস্টের মন্তব্যে সংযম বজায় রাখতে পারেননি অধিকাংশ মন্তব্যকারী।

রমজান মাস শুরু হচ্ছে। এক মাস রোজা রাখার পর আসবে ঈদ। রোজা শুরুর আগে সবাইকে ‘রমজান মুবারক’ জানিয়েছেন নায়িকা নুসরাত ফারিয়া। তবে এই অভিনেত্রীর শুভেচ্ছা বার্তা নিচ্ছেন না নেটিজেনদের অনেকে। তাদের কথা, স্বল্প বসনাদের মুখে রজমান মুবারক মানায় না।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না। চারিদিকে মৃত্যুর খবর। নাজাতের জন্য সাদরে রমজান মাসকে গ্রহণ করতে মুখিয়ে আছেন মুসলমানরা। রোজা মানেই সংযম।

নুসরাত ফারিয়ার রমজান মুবারক পোস্টের মন্তব্যে সংযম বজায় রাখতে পারেননি অধিকাংশ মন্তব্যকারী। নানা ভাষায় ও আকারে ইঙ্গিতে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে, নায়িকা, যে কি না সবসময় আকর্ষণীয় হয়ে প্রয়োজনে কম পোশাক পরে দর্শকদের বিনোদন দেন, তার মুখে রমজান মুবারক বড়ই বেমানান। নায়িকার কাছ থেকে রমজান মুবারক পেয়ে অবাক হওয়ার পাশাপাশি ক্ষুব্ধ হয়েছেন অনেকে। তাদের মন্তব্যে সেই ক্ষোভ প্রকাশ পেয়েছে।

রমজার মুবারক দেয়ার পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন ফারিয়া। যেখানে তাকে গোলাপি পোশাকে মাথায় ঘোমটা দেয়া অবস্থায় দেখা যাচ্ছে।

ফারিয়ার পোশাক নিয়েও মন্তব্যের শেষ নেই। একজন লিখেছেন, ‘আল্লাহর ওয়াস্তে এই রমজানে উল্টাপাল্টা ছবি দিয়েন না কোনো, সামনের রমজান পাবেন কি না আল্লাহই ভাল জানেন।

নুসরাত ফারিয়ার স্ট্যাটাসে দুটি মন্তব্য। ছবি: সংগৃহীত

পোশাক নিয়ে আরেক মন্তব্যকারী লিখেছেন, ‘সকালে ওড়না ছাড়া পিক দিয়ে বলবেন। ক্যায়সা লাগা মেরা মাজহাক।’

এর উল্টো আছে, তবে তা খুবই কম। যারা বাজে মন্তব্য করেছেন তাদের উদ্দেশে একজন লিখেছেন, ‘সে রমজান কে সন্মান করেছে, শালীন পোশাক পরেছে। এখানে কিছু মানুষের মন্তব্য দেখলে মনে হয়। এরা মিডিয়ায় কাজ করে দেখে কোন দিন ভাল কিছু করতে পারবেনা। আপনাদের এমন হিন মন মানুষিকতা বদলান।’

নুসরাত ফারিয়ার স্ট্যাটাসে দুটি মন্তব্য। ছবি: সংগৃহীত

একই ঢংয়ে আরেকজন লিখেছেন, ‘রমজান আসেই মানুষকে পরিবর্তন করতে। রমজানের একটা মাস যদি সে ভালো পোশাক পরে এতে তো আামাদের গর্ব করা উচিত। কারণ তার ভিতরে কিছুটা ঈমান আছে। আর দ্বিতীয় কথা সে রমজানকে সম্মান করছে। মানুষের পরিবর্তন দেখে যদি আামাদের হাসি পায় তাইলে আমার আগে মানুষ হওয়া উচিৎ। আসা করি বুঝতে পাড়ছেন।’

এই দুই মন্তব্যকারীকেও নানা শব্দ ও বাক্যে আক্রমণ করেছেন বাজে মন্তব্যকারীরা।

এ বিভাগের আরো খবর