বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘হেরা ফেরি থ্রি’ লুটোপুটি খাওয়াবে দর্শকদের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ এপ্রিল, ২০২১ ১৩:০৯

সিনেমাটির নির্মাণ নিয়ে বছর জুড়েই ছিল নানা জল্পনা-কল্পনা। বাজেটসহ নানা কারণে সিনেমার কাজ আর আগায়নি। সম্প্রতি প্রযোজক জানিয়েছেন, হেরা ফেরির তৃতীয় কিস্তির কাজ পরিকল্পনাধিন।

রাজু, স্যাম আর বাবু ভাই মিলে দুই হাজার সালে এমন ঘটনা ঘটনালেন যে, এখন পর্যন্ত সেই কাহিনি মগজে ঢুকে আছে দর্শকদের। এতই মজার সে কাহিনি যে, একটু পর পরই দেখতে ইচ্ছে করে সেই ঘটনা আর শুনতে ইচ্ছে করে তাদের সংলাপ।

রাজু চরিত্রে অক্ষয় কুমার, স্যাম চরিত্রে সুনীল শেঠি আর বাবু ভাই চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। তাদের করা প্রচণ্ড হাস্যরসের ঘটনা নিয়ে ২০০০ সালে মুক্তি পায় সিনেমা হেরা ফেরি। ২০০৬ সালে আসে এর দ্বিতীয় পর্ব ফির হেরা ফেরি।

এর পর ১৫ বছর কাটতে চলেছে। দর্শকরা এখনও আশা করে বসে আছেন, কবে আসবে সিনেমাটির তৃতীয় কিস্তি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, হেরা ফেরির তৃতীয় কিস্তি নির্মিত হবে। কিন্তু এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না।

তবে এবার প্রযোজক আশ্বাস দিলেন হেরা ফেরি ৩ নির্মাণ নিয়ে। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা জানিয়েছেন, প্রথম দুই ছবির মতো নতুন কিস্তি দেখেও দর্শক হেসে লুটোপুটি খাবেন।

সিনেমাটির নির্মাণ নিয়ে বছর জুড়েই ছিল নানা জল্পনা-কল্পনা। বাজেটসহ নানা কারণে সিনেমার কাজ আর আগায়নি। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জানান, হেরা ফেরির তৃতীয় কিস্তির কাজ পরিকল্পনাধিন।

এ বিভাগের আরো খবর