বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। সিরিয়াস থেকে কমেডি- সব ধরনের সিনেমাতেই মানিয়ে যান তিনি। এই শিল্পীর বাড়িতে হানা দিয়েছিল করোনা। হাসপাতালেও যেতে হয়েছিল তাকে।
ঠিক এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অক্ষয়। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে সে তথ্য জানান অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না। অক্ষয়ের শারীরিক অবস্থা জানিয়ে টুইঙ্কেল লেখেন, ‘সুস্থ ও সুরক্ষিত। ওকে ফিরে পেয়েছি।’
৪ এপ্রিল টুইটে অক্ষয় নিজেই জানিয়েছিলেন তার করোনা পজিটিভ হওয়ার খবরটি। আর তার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি জানিয়েছিলেন স্ত্রী টুইঙ্কেল।
এক সপ্তাহ পর অক্ষয়ের বাড়ি ফেরার খুশিতে টুইঙ্কেল খান্না একটি কার্টুন পোস্ট করেছেন ইনস্টায়। কার্টুনের ক্যাপশনে লিখেছেন, ‘পাশে পেয়ে দারুণ লাগছে।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আল ইজ ওয়েল’।
হাসপাতাল থেকে বাড়ি ফিরেই ভক্তদের পাঠানো শুভেচ্ছাবার্তা ও অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়।
করোনা পজিটিভ হওয়ার আগে রাম সেতু সিনেমার শুটিং করছিলেন অক্ষয়। আপাতত সিনেমার দৃশ্যধারণ বন্ধ রয়েছে। সিনেমার আরও ৪৫ জন জুনিয়র শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্য। তবে ছবির প্রধান নারী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ করোনা নেগেটিভ বলে জানা গেছে।
সম্প্রতি আতরাঙ্গি রে সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়। তার সঙ্গে সিনেমায় দেখা যাবে ধানুস ও সারা আলি খানকে।