ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ভারতের তামিলনাড়ুর ‘গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’। ১০ এপ্রিল মমতাজের হাতে সনদ তুলে দেয়া হয়।
বিশ্বের একমাত্র সংগীত শিল্পী হিসেবে আট শরও বেশি অ্যালবামের বিশ্ব রেকর্ড মমতাজের। দীর্ঘ ত্রিশ বছর ধরে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরছেন তিনি। সমাজ সচেতনতামূলক নানামুখী ভূমিকার জন্য মমতাজ বেগমকে এই পুরস্কার দেয়া হয়।
ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েল সম্মানসূচক ‘ডক্টর অব মিউজিক’ প্রদান করেন মমতাজকে। ডিগ্রি নিয়ে সোমবার দেশে ফিরেছেন তিনি। যোগাযোগ করা হলে মমতাজ সাড়া দেননি।
মমতাজ সারা দেশে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেলেও ডক্টরেট ডিগ্রি এবারই প্রথম।
২০১৪ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হোন। ২০১৮ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন।