বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৃণাল সেনের স্মৃতি থাকবে শিকাগো বিশ্ববিদ্যালয়ে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ এপ্রিল, ২০২১ ২১:১০

আবেগঘন পোস্টে কুণাল আরও জানান, তাদের যা বয়স, তাতে এই সম্পদ বেশিদিন সামলে রাখতে পারবেন না। আগামী ১০০ বছরে কেউ মৃণাল সেনের জীবন, তার কাজ সম্পর্কে জানতে আগ্রহী হলে শিকাগো বিশ্ববিদ্যালয়ে গিয়ে তা দেখতে পারবেন।

বিশ্বের দরবারে ভারতীয় সিনেমার সেরা প্রতিনিধিদের অন্যতম চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মারা যান গুণী এই মুনষ। তার সিনেমার পাশাপাশি বিভিন্ন স্মৃতিচিহ্নের প্রতি আগ্রহ আছে মানুষের।

কিন্তু বিস্ময়ের কথা হলো মৃণালের স্মৃতিচিহ্ন যা কিছু ছিল, তা আর কলকতা বা ভারতে থাকছে না। পরিচালকের সব স্মৃতি সংরক্ষণ করবে শিকাগো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি।

বিশ্বনন্দিত এই বাঙালি পরিচালকের স্মৃতিবিজড়িত নথি, পুরস্কার, চিঠিপত্র শিকাগো বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিয়েছেন ছেলে কুণাল সেন। ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন কুণাল।

তিনি লিখেছেন, ‘অতীতে ডুবে থাকতে ভালোবাসতেন না কিংবদন্তি পরিচালক। অতীত নিয়ে একটু বেশিই আলস্য ছিল তার। সে কারণেই গুরুত্বপূর্ণ নথি, চিত্রনাট্যের খসড়া, কিছুই যত্ন করে রাখেননি। বেঁচে থাকতেই বেশির ভাগ চিঠি, চিত্রনাট্য, ম্যানুস্ক্রিপ্ট ফেলে দিয়েছিলেন।

‘কিছু পুরস্কার, বিরল ছবি এবং আমাকে লেখা বাবার কিছু চিঠি রয়েছে। মাত্র তিনটি বাক্সেই তা ভরে গিয়েছে। সমস্ত কিছু আমি শিকাগো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি।’

বিশ্বনন্দিত বাঙালি পরিচালক মৃণাল সেন। ছবি: সংগৃহীত

আবেগঘন পোস্টে কুণাল আরও জানান, তাদের যা বয়স, তাতে এই সম্পদ বেশি দিন সামলে রাখতে পারবেন না। আগামী ১০০ বছরে কেউ মৃণাল সেনের জীবন, তার কাজ সম্পর্কে জানতে আগ্রহী হলে শিকাগো বিশ্ববিদ্যালয়ে গিয়ে তা দেখতে পারবেন।

মৃণালের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে আকাশ কুসু, ভুবন সোম, মৃগয়া, পদাতিক, আকালের সন্ধানে, কলকাতা ৭১, কান্দাহার।

এ বিভাগের আরো খবর