সারাবিশ্ব আজ করোনায় বিপর্যস্ত। করোনার এ ভয়াল থাবা থেকে মুক্তি পায়নি কোনো দেশ। প্রতিদিন প্রাণ হারাচ্ছে লাখো মানুষ। এ ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য সবারই নিত্যসঙ্গী এখন মাস্ক। তাইতো মাস্কেও স্টাইল খুঁজে নিয়েছেন সৌখিন মানুষরা। তবে এক্ষেত্রে মনে হয় সবচেয়ে বেশি এগিয়ে আছেন তারকারা।
তেমনই একজন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। সুন্দর ডিজাইনের একটি হিরের মাস্ক পরে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
তার পছন্দ যে একেবারে অন্যদের চেয়ে আলাদা তা তার মাস্ক দেখলেই প্রমাণ পাওয়া যায়। পুরো মাস্কজুড়েই রয়েছে উজ্জ্বল পাথরের নকশা করা নজরকাড়া ডিজাইন।
এই মাস্ক পরে উর্বশী ইনস্টাগ্রামে একটি ভিড়িও পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘পুরো মুখের মাস্ক। খুব ভারি! প্লিজ দোষ হিসেবে নেবেন না।’
এদিকে সবাই যে তার এই কাণ্ডে প্রশংসা করেছেন তাও কিন্তু নয়, অনেকেই তুমুল সমালোচনাও করেছেন। কেউ কেউ আবার ঠাট্টা বিদ্রুপ ও করেছেন। তবে এইসব গায়ে লাগান নি উর্বশী। কারণ এই মাস্ক পড়ার মূল উদ্দেশ্য হলো একটি ডায়মন্ড কোম্পানির বিজ্ঞাপনের কাজ করা।
২০১৩ সাথে সানি দেওলের ‘দ্যা সিং গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউড এ অভিষেক হয় এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় উর্বশী।