বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্দ্রনগরের ‘গুন্ডা’র পর পাওয়া গেল ‘গুন্ডি’কে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ এপ্রিল, ২০২১ ১০:৫১

ভিডিওটি ভাইরাল হওয়ার পর উৎসাহিত হন দীপিকা। একদিন পর তিনি ইনস্টাতে জানান দেন দ্রাবিড়ের চেয়ে কোনোভাবেই কম না দীপিকা। ছোটবেরার একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, ‘ইন্দ্রনগরের গুন্ডি আমি’।

নিজেকে নিজেই ‘গুন্ডি’ খেতাব দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা। শনিবার ইনস্টাতে এক পোস্টের মাধ্যমে সবাইকে তিনি জানিয়েছেন এই খবর। সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবিও শেয়ার করেছেন দীপিকা।

ইনস্টার সেই পোস্টে নিজেকে ‘ইন্দ্রনগরের গুন্ডি’ দাবি করেছেন। গুন্ডি তো পাওয়া গেল; তাহলে গুন্ডাটা কে?

ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় সম্প্রতি একটি বিজ্ঞাপনের মাধ্যমে বেশ আলোচনায় এসেছেন। সেখানে দেখা যায়, বাইশ গজের পিচে ঠান্ডা মাথার দ্রাবিড় হঠাৎই মাথা গরম স্বভাবের হয়ে গেছেন।

রাস্তার মধ্যে হঠাৎ চিৎকার করে উঠছেন তিনি। অতিরিক্ত রেগে গিয়ে ব্যাট দিয়ে গাড়ির সাইড গ্লাস ভেঙে দিচ্ছেন; কারও গাড়ির দিকে ডিম ছুঁড়ে মারছেন। ভিডিওতে নিজেকে ‘ইন্দ্রনগরের গুন্ডা’ বলে দাবি করেন দ্রাবিড়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর উৎসাহিত হন দীপিকা। একদিন পর তিনি ইনস্টাতে জানান দেন দ্রাবিড়ের চেয়ে কোনোভাবেই কম না দীপিকা। ছোটবেরার একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, ‘ইন্দ্রনগরের গুন্ডি আমি’।

দ্রাবিড়ের বিজ্ঞাপনের মতো ভাইরাল হয় দীপিকার ইনস্টা পোস্ট। ছবি দেখে আপ্লুত তার স্বামী রণবীর সিং।

সম্প্রতি সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ‘পাঠান’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

এ বিভাগের আরো খবর