বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউটিউবারের কনটেন্টে মাহির অস্বস্তি

  •    
  • ১০ এপ্রিল, ২০২১ ১৫:১৮

মাহির দাবি, তার এই বক্তব্য থেকে একশ সিনেমার প্রসঙ্গটি কেটে অন্য কারও বক্তব্যের পাশে বসিয়ে ব্যবহার করা হচ্ছে। যা কি না অন্য অর্থ প্রকাশ করছে।

দেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নাকি পারিশ্রমিক বেশি নেন। হ্যাঁ, তিনি নিজেও বিষয়টি স্বীকার করেন। তার এই সময়ের উপলব্ধি, অনেক সিনেমা না করে বেশি বাজেটের কম সিনেমা করা ভালো।

তাই বলে করোনা পরিস্থিতিতেও কী মাহি এমন মনোভাব নিয়ে থাকবেন? মাহি বলেন, ‘কম বাজেটের একশ সিনেমা করার চেয়ে বছরে দুটি সিনেমা করা ভালো সিদ্ধান্ত আমার কাছে। যারা আমাকে এফোর্ড করতে পারবে, আমি তাদের কাজ করব।’

শুক্রবার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নায়িকা এসব কথা বলেন। তবে তার এই বক্তব্য দেয়ার কারণ অন্য।

দুই এপ্রিল একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহি। করোনা পরিস্থিতিতে মাহি পারিশ্রমিক বেশি নিলে তাকে নিয়ে সিনেমা কম হবে, মোট সিনেমার সংখ্যাও কমে যাবে, এমন প্রশ্ন করা হয় তাকে। যার উত্তরে তিনি বলেন, ‘কম বাজেটের একশ সিনেমার চেয়ে বড় বাজেটের দুটি সিনেমা ভালো।’

মাহির দাবি, তার এই বক্তব্য থেকে একশ সিনেমার প্রসঙ্গটি কেটে অন্য কারও বক্তব্যের পাশে বসিয়ে ব্যবহার করা হচ্ছে। যা কি না অন্য অর্থ প্রকাশ করছে।

উল্লেখ্য, মে মাসে শাপলা মিডিয়া থেকে একশ সিনেমা নির্মাণের ঘোষণা এসেছে। একশ সিনেমার বাজেট ও মান নিয়ে সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে।

মাহি ভিডিওতে বলেন, ‘যারা কাজটি করেছেন তাদের বলি, আপনার এই কনটেন্টের জন্য কারও সঙ্গে দা-কুমড়া সম্পর্ক হয়ে যেতে পারে আমার। অন্য কারও ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়।’

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ছাড়াও মাহি অভিনীত আশীর্বাদ, যাও পাখি বলো তারে, দুই নয়নের আলো সিনেমাগুলো আছে মুক্তির অপেক্ষায়।

এ বিভাগের আরো খবর