বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইনে হয়রানি না করার আহ্বান মেহজাবিনের

  •    
  • ১০ এপ্রিল, ২০২১ ১২:৩৭

মেহজাবিন লিখেছেন, ‘বর্তমান সমাজের একটি প্রধান সমস্যা হচ্ছে অনলাইন হ্যারাসমেন্ট। একজন মানুষকে চরমভাবে হয়রানি করা হয় এই মাধ্যমে। একজন মানুষকে না জেনে, না চিনে অহেতুক হয়রানি করা হচ্ছে এই মাধ্যমে।’

ছোটপর্দায় জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টিভি চ্যানেল ঘোরালেই কোনো না কোনো চ্যানেলে তার নাটক চোখে পড়ে। সেসব নাটকে কত রকমের গল্প দেখা যায় ইয়াত্তা নেই।

এর মাঝে কোনো কোনো নাটক বিনোদনের পাশাপাশি সমাজের জন্য ভালো ও শিক্ষণীয় বার্তা দেয়। তাই হয়তো নাটকের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে সে বার্তাই জানালেন মেহজাবিন।

নিজের অভিনীত ‘ভাইরাল গার্ল’ নামে একটি নাটকের লিঙ্ক ও ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন মেহজাবিন।

সেখানে লিখেছেন, ‘বর্তমান সমাজের একটি প্রধান সমস্যা হচ্ছে অনলাইন হ্যারাসমেন্ট। একজন মানুষকে চরমভাবে হয়রানি করা হয় এই মাধ্যমে। একজন মানুষকে না জেনে, না চিনে অহেতুক হয়রানি করা হচ্ছে এই মাধ্যমে।’

‘এই নাটকটির প্রধান মেসেজ ছিল, কারও সম্বন্ধে না জেনে, না যাচাই করে কোনো ভিডিও বা ঘটনা অনলাইন মাধ্যমে শেয়ার করলে তার জীবনের কত বড় ক্ষতি হয় সেটা বোঝানো।’

‘আমরা সবাই এই নাটকের শিক্ষা আমাদের জীবনেও বাস্তবায়ন করব অনলাইনে। অযথা কাউকে হয়রানি করব না, কোনো ঘটনা না জেনে, না যাচাই করে শেয়ার করব না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় মেহজাবিন চৌধুরী। ফেসবুকে তার রয়েছে ৪২ লাখের বেশি ফলোয়ার।

এ বিভাগের আরো খবর